ঢাকা, শুক্রবার   ১৩ ডিসেম্বর ২০২৪

ঈশানের একমাস পূর্তিতে কেক কেটে উদযাপন নুসরাতের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:২৬, ২৬ সেপ্টেম্বর ২০২১

নুসরাত জাহান ঠিক এক মাস আগে দুপুর ১২টা ৪৫-এ ছেলের জন্ম দিয়েছিলেন। রবিবার তার মাতৃত্বের এক মাস বয়স হল। আর যশ দাশগুপ্তের পিতৃত্বের এক মাস। তাদের ছেলে ঈশান জে দাশগুপ্তের এক মাস পূর্তিতে তাই কেক কেটে উদযাপন করলেন নুসরাত। ছবি দিলেন ইনস্টাগ্রাম স্টোরিতে।

ঈশানের জন্মের আগে ঠিক যে ভাবে নীল এবং গোলাপি রঙের কেক কেটেছিলেন নুসরত, রবিবারও সে রকমই একটি কেকে কাটলেন। সে সময়ে যদিও তিনি জানতেন না, ছেলে হবে না মেয়ে, তাই দুই রঙেরই প্রাধান্য ছিল কেকে। নীল এবং গোলাপি যথাক্রমে পুত্রসন্তান এবং কন্যাসন্তানকে চিহ্নিত করে। ঈশানের জন্মের পরের কেকটিতে অবশ্য কেবল নীল রংই দেখা যাচ্ছে। তাতে ইংরেজি হরফে বড় করে ঈশানের নাম লেখা। নীচে লেখা, ‘শুভ এক মাস’। ভালুক, চাঁদ, বল— কেকের উপর ইত্যাদি খেলনা যত্ন করে সাজানো হয়েছে।

ছবির উপর প্রভা আগরওয়ালের নাম লিখেছেন নুসরাত। নুসরাতের ঘনিষ্ঠ প্রভা একটি জনসংযোগ সংস্থা এবং ডিজাইন এজেন্সির ডিরেক্টর। দেড় সপ্তাহ আগে নুসরাতের সন্তানকে উপহার পাঠিয়েছিলেন তিনি। সেই ছবি দিয়ে ঈশানের ‘প্রভা মাসি’-কে ধন্যবাদ জানিয়েছেন নুসরাত।

যদিও একরত্তির ছবি প্রকাশ করেননি তার মা। অবশ্য মাঝে মাঝেই ছেলের জন্য আসা উপহারের ছবি দেন যশের সঙ্গিনী।

এসি

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি