ঢাকা, মঙ্গলবার   ১৭ সেপ্টেম্বর ২০২৪

এবারে ডা. বক্সী চরিত্রে পরমব্রত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪২, ৮ অক্টোবর ২০২১ | আপডেট: ১০:৪৫, ৮ অক্টোবর ২০২১

নতুন ধরণের রহস্য নিয়ে আবারও পর্দায় হাজির হচ্ছেন টালিউডের অভিনেতা পরমব্রত চট্টোপাধ্য়ায়। এবারে পরিচালক সপ্তাশ্ব বসুর সৃষ্ট ডা. বক্সী চরিত্রে অভিনয় করবেন তিনি। এর আগে এই চরিত্রে দেখা গেছে আরেক শক্তিমান অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায় কে। 

'প্রতিদ্বন্দ্বী' সিনেমায় প্রথম ডা. বক্সী চরিত্রের সৃষ্টি করেন পরিচালক সপ্তাশ্ব। এবারে সেই চরিত্রটিকেই আরও এগিয়ে নেবে নতুন সিনেমা 'ডা. বক্সী'। 

তবে নতুন এই সিনেমায় বক্সী চরিত্রে শ্বাশতর পরিবতর্তে থাকছেন পরমব্রত। 

সিনেমার মূখ্য চরিত্রে পরমব্রতের পাশাপাশি অভিনয় করেছেন শুভশ্রী গঙ্গোপাধ্য়ায় ও বনি সেনগুপ্ত। সম্প্রতি মুক্তি পেয়েছে সিনেমাটির পোস্টার।

বক্সী চরিত্রের আগের সিনেমা 'প্রতিদ্বন্দ্বী'র সঙ্গে নতুন সিনেমা 'ডা. বক্সি'র গল্পে একবারেই মিল নেই বলে জানিয়েছেন পরিচালক। 

চিকিৎসা কেলেঙ্কারি এবং তার বিরুদ্ধে ‘ডা. বক্সি’র রুখে দাঁড়ানোর গল্প  নিয়েই মূলত তৈরি হয়েছে নতুন সিনেমাটি।

সিনেমাতে জেল ফেরত অপরাধীর চরিত্রে দেখা যাবে বনি সেনগুপ্তকে। শুভশ্রীর চরিত্রের নাম থাকবে মৃণালিনী আর শ্রদ্ধার চরিত্রে দেখা যাবে অভিনেত্রী মাহি করকে। 

সবগুলো চরিত্রকে নিয়েই তৈরি হবে এক রহস্যের গল্প। যার সমাধান ঘটবে পরমব্রত ওরফে ‘ডঃ বক্সি’র  হাত ধরে।

সূত্র: এবিপি আনন্দ
এমএম//এসবি


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি