ঢাকা, মঙ্গলবার   ১০ সেপ্টেম্বর ২০২৪

মুক্তি পাচ্ছে মান্নার শেষ সিনেমা ‘জীবন যন্ত্রণা’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৩০, ১৪ নভেম্বর ২০২১ | আপডেট: ১১:৩৩, ১৪ নভেম্বর ২০২১

'জীবন যন্ত্রণা', মৃত্যুর আগে এটিই ছিল নায়ক মান্নার অসমাপ্ত কাজ। দীর্ঘ এক যুগ পর এই সিনেমাটিই এবারে পরিণতি পেতে চলেছে।

সব কিছু ঠিক থাকলে আগামী বছরের ২৬ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে মান্নার 'জীবন যন্ত্রণা'। 

১৯৭১ সালে মুক্তিযুদ্ধের পটভূমিতে গল্প এগিয়েছে সিনেমা 'জীবন যন্ত্রণা'র। দেখানো হয়েছে সে সময় যৌনপল্লীর কর্মীদের জীবনের ঘাত-প্রতিঘাত আর বেঁচে থাকার গল্প। 

জাহিদ হোসেনের পরিচালনায় 'জীবন যন্ত্রণা'র কাজ শুরু হয়েছিল ২০০৫ সালে। তখন অবশ্য এর নাম ছিল ‘লীলামন্থন’। ২০০৮ সালে নায়ক মান্নার মৃত্যুর মধ্যদিয়ে থমকে গিয়েছিল সিনেমার বাকি কাজ। 

পরবর্তীতে আবারও শুরু হয় এই সিনেমার কাজ। সব শেষ ২০১১ সালে জমা দেওয়া হয় সেন্সর বোর্ডে। কিন্তু ‘লীলামন্থন’ নামের জন্য সিনেমাটি আটকে যায়। 

এক দশক আটকে থাকার পর অবশেষে নাম পরিবর্তন করেই অক্টোবরের শেষ সপ্তাহে ছাড়পত্র পেল সিনেমাটি। 

সিনেমায় মান্নার সহশিল্পী হিসেবে কাজ করেছেন মৌসুমী, পপি, শাহনূর, মুক্তি, দীঘি, বাপ্পারাজ, আলীরাজ, আনোয়ারা, শহিদুল আলম সাচ্চু, মিশা সওদাগর সহ আরো অনেকে।

মান্নার জন্ম ১৯৬৪ সালের ১৪ এপ্রিল টাঙ্গাইলে। তার প্রকৃত নাম আসলাম তালুকদার। ১৯৮৪ সালে এফডিসির ‘নতুন মুখের সন্ধানে’ কার্যক্রমে অংশ নিয়ে সুযোগ পেয়েছিলেন সিনেমায়।

১৯৮৫ সালে প্রথম সিনেমা ‘পাগলী’। এভাবেই আসলাম তালুকদার থেকে তিনি হয়ে ওঠেন ঢালিউডের মান্না। 

বর্ণাঢ্য ক্যারিয়ারে মান্না তিনশর বেশি সিনেমায় অভিনয় করেছেন। একবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন। 

এমএম//


 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি