ঢাকা, রবিবার   ১৫ সেপ্টেম্বর ২০২৪

নিউ ইয়র্কে শাকিব, যাচ্ছেন বুবলীও (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫৩, ৩০ নভেম্বর ২০২১ | আপডেট: ১৫:০৩, ৩০ নভেম্বর ২০২১

প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র সফরে গেছেন চিত্রনায়ক শাকিব খান। এবার বুবলীও যাচ্ছেন সেখানেই।  সবকিছু ঠিক থাকলে জনপ্রিয় এই জুটি  ৪ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ডে অংশ নেবেন।

এ জন্যই গত ১২ নভেম্বর ঢাকা ছাড়েন শাকিব খান। এরপর চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডে অংশ নেন। বর্তমানে এই সুপারস্টার যুক্তরাষ্ট্রে অবসর সময় উপভোগ করছেন।

এ দিকে দু’একদিনের মধ্যেই যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন বুবলী। তিনি বর্তমানে ‘কয়লা’ সিনেমার শুটিং করছেন। সেখান থেকে ছুটি নিয়েই যাচ্ছেন নিউ ইয়র্ক।  

দেশের জনপ্রিয় অনেক তারকাকেই দেখা যাবে আয়োজনটিতে। এই তালিকায় শাকিব খান-বুবলী ছাড়াও থাকবেন মৌসুমী, চঞ্চল চৌধুরী, বাপ্পী চৌধুরী, বিদ্যা সিনহা মিম, ফারিয়া শাহরিনসহ অনেকেই। যদিও উল্লিখিত অনেকের ভিসা সংক্রান্ত জটিলতা রয়েছে। যে কারণে আয়োজকগণ অনেক নাম নিশ্চিত করতে পারেননি। 

বুবলী জানান, নিউ ইয়র্কে তিনি সপ্তাহখানেক থাকবেন। দেশে ফিরে পুনরায় ‘কয়লা’র শুটিং-এ অংশ নেবেন। সাইফ চন্দনের পরিচালনায় এই সিনেমায় নিরবের বিপরীতে অভিনয় করছেন বুবলী। 

এসবি 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি