ঢাকা, রবিবার   ০৬ জুলাই ২০২৫

‘পাপ-পুণ্য’র হিসেব মিলবে এই ঈদে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫২, ২৪ মার্চ ২০২২

Ekushey Television Ltd.

পরিচালক গিয়াস উদ্দিন সেলিমের পরিচালনায় সিনেমা ‘মনপুরা’ বেশ প্রশংসা পেয়েছিল। সেই পরিচালকের পরিচালনায় এবারে আসতে চলেছে নতুন সিনেমা ‘পাপ-পুণ্য’। পরিচালক নিজেই জানিয়েছেন যে, রোজার ঈদে সিনেমাটি হলে মুক্তি পেতে যাচ্ছে।

ইতোমধ্যে সিনেমাটির পোস্টার সামাজিক মাধ্যমে প্রকাশ পেয়েছে। প্রকাশের পর বেশ আলোচনায়ও এসেছে তা।

অভিনেতা সিয়াম আহমেদ সিনেমাটির পোস্টারের ছবি ফেসবুকে দিয়ে লিখেছেন, ‘পাপ-পুণ্যের হিসাব মিলবে এই ঈদে।’ ছবির আরেক অভিনেতা চঞ্চল চৌধুরীও ছবির পোস্টার শেয়ার করে দর্শককে এটি দেখার আমন্ত্রণ জানিয়েছেন।

‘পাপ-পুণ্য’ সিনেমাটি প্রযোজনা করছে ইমপ্রেস টেলিফিল্ম। চঞ্চল চৌধুরী, সিয়াম আহমেদ ছাড়াও এই সিনেমায় অভিনয় করেছেন আফসানা মিমি, শাহনাজ সুমি, ফজলুর রহমান বাবু, মামুনুর রশিদ, গাউসুল আলম শাওন, ফারজানা চুমকি, মনির খান শিমুলসহ একঝাঁক তারকা।

জানা গেছে, ‘পাপ-পুণ্য’ সিনেমার মাধ্যমে শেষ হতে যাচ্ছে সেলিমের লাভ ট্রিলজি। ‘মনপুরা’র মাধ্যমে এ ট্রিলজি শুরু হয়। ‘স্বপ্নজাল’ ছিল ট্রিলজির দ্বিতীয় অংশ। তৃতীয় ও শেষ অংশ হয়ে আসতে যাচ্ছে ‘পাপ-পুণ্য’।

আরএমএ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি