ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪

শত কণ্ঠ আর শত গিটারে কেকে’কে শ্রদ্ধা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:২০, ৬ জুন ২০২২

শত গিটার, শত কণ্ঠ আর ১টি গান- এভাবেই কেকে’কে শ্রদ্ধা জানালেন কলকাতার শিল্পীরা। টিম বি গার্ডেন বাস্কার্স নামের একটি সংগঠন রোববার এই অনুষ্ঠানের আয়োজন করে।

সংগঠনের অন্যতম সদস্য এবং অনুষ্ঠানের উদ্যোক্তা শান্তনু ফেসবুকে এক পোস্ট দিয়ে জানিয়েছিলেন, ‘‘৩১ মে আমরা কৃষ্ণকুমার কুন্নাথ (কেকে) কে হারিয়েছি। তিনি এমন একজন শিল্পী যার গাওয়া গান আমাদের শৈশবের একটা ভীষণ বড় অংশ দখল করে নিয়েছে। আমরা এই কিংবদন্তীকে এভাবে চিরতরে হারিয়ে ফেলব, তা আমরা কখনও কল্পনাও করিনি, কাজেই আমরা ভেবেছি আমরা যদি ওকে শ্রদ্ধা জানিয়ে সবাই মিলে গানের মাধ্যমে একটা ট্রিবিউট দেই, তাহলে কেমন হয়?’’

সেই সূত্রেই আয়োজন হয় এই গানের অনুষ্ঠানের। 

তিনি আরও লিখেছিলেন, ‘‘টিম বি গার্ডেন বাস্কার্স এর পক্ষ থেকে আহ্বান জানাই সমস্ত সঙ্গীতশিল্পী এবং কেকের অনুরাগীদের। তবে হ্যাঁ, অ্যাকোয়াস্টিক গিটার ছাড়া অন্য কোনও বাদ্যযন্ত্র থাকবেনা। একসঙ্গে গাওয়া হবে কেকে’রই কোনও একটা গান। গান গাওয়া বা গিটার বাজানোর জন্য প্রো হওয়ার দরকার নেই, মোটামুটি কোরাসে গলা মেলাতে আর গিটারে বেসিক কর্ডস স্ট্রাম করতে পারলেই হবে। 

‘‘আর হ্যাঁ, গান গাইতে গেলে গিটার বাজাতে হবে বা গিটার বাজাতে গেলে গান গাইতে হবে- এমন কোনও বাদ্ধকতা নেই, যে যেটা পারবেন, তিনি সেটা করবেন। কোনও অসুবিধা নেই তাতে।’’

তাদের ডাকে সাড়া দিয়েই রোববার নন্দন চত্বরে হাজির হন প্রচুর শিল্পী। সবাই মিলে গেয়ে ওঠেন কেকে‘র ‘পল’ শিরোনামের গানটি।

সূত্র: হিন্দুস্তান টাইমস
এমএম/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি