ঢাকা, সোমবার   ১২ জানুয়ারি ২০২৬

শাবানার জন্মদিনে নিপুণের নজরকাড়া শুভেচ্ছা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:০৫, ১৫ জুন ২০২২

Ekushey Television Ltd.

বাংলা সিনেমার জীবন্ত কিংবদন্তি চিত্রনায়িকা শাবানা। অভিনয়ে না থাকলেও তার কাজ দিয়ে তিনি আছেন সবার হৃদয়ে। পারিবারিক নাম আফরোজা সুলতানা রত্মা হলেও সবাই তাকে চেনে শাবানা নামেই।  বুধবার (১৫ জুন) ছিল এই অভিনেত্রীর জন্মদিন।

এদিনে তার ভক্ত অনুরাগী ও কাছের মানুষেরা তাকে স্মরণ করছেন শ্রদ্ধা আর ভালোবাসায়।

শাবানাকে জন্মদিনের শুভেচ্ছা দিলেন অভিনেত্রী নিপুণ আক্তারও। তিনি কিংবদন্তি অভিনেত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে গিয়ে তাকে শাশ্বত বাংলার গর্ব বলে উল্লেখ করেছেন।

নিপুণ তার ফেসবুকে শাবানার সঙ্গে একটি ছবি দিয়ে বলেন, ‘‘শা = শাশ্বত। বা = বাংলার আর না = নাজ (গর্ব)।’’

নিপুণ আরও বলেন, ‘‘জননন্দিত অভিনেত্রী- একজন শাবানা। আমাদের প্রেরণাদায়িনী। লাবণ্যময়ী, কিংবদন্তি, মাতৃপ্রতিম। এই মহান শিল্পীর আজ শুভ জন্মদিনে আমাদের বিনম্র শ্রদ্ধা। আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু করছি।’’

এমএম/


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি