ঢাকা, রবিবার   ১১ মে ২০২৫

বিতর্ক অনুষ্ঠানের নীতি বদলে ট্রাম্পের বিরোধিতা 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৫১, ২ অক্টোবর ২০২০ | আপডেট: ১৯:৫৪, ২ অক্টোবর ২০২০

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প- দ্যা গার্ডিয়ান

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প- দ্যা গার্ডিয়ান

Ekushey Television Ltd.

মার্কিন যুক্তরাষ্ট্রে আগামী মাসে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনের লক্ষ্যে আয়োজিত প্রথম বিতর্ক অনুষ্ঠানে বেশ বিশৃঙ্খলা পরিস্থিতির সৃষ্টি হয়। ৯০ মিনিটের এই বিতর্ক বার বার বাধাপ্রাপ্ত হয়েছে। ফলে নানাবিধ প্রতিক্রিয়ার সৃষ্টি করে। এসব বিষয় বিবেচনা করে বিতর্কের স্বতন্ত্র নির্বাচন কমিশন গত বুধবার জানায়, তারা পরবর্তী দুই বিতর্ক অনুষ্ঠানের বেলায় আরও কঠোর নীতি প্রবর্তন করতে চলেছে। খবর ভয়েস অব আমেরিকা’র। 

তবে প্রেসিডেন্ট ট্রাম্প বিতর্ক নীতিতে পরিবর্তন আনার বিরোধিতা করে বলেন, ‘আমি যখন অনায়াসেই গত বিতর্কে জিতেছি। কেন আমি বিতর্ক কমিশনকে পরিবর্তন আনার অনুমতি দেব?’

প্রেসিডেন্ট ট্রাম্প বিতর্কে বিজয়ী হবার দাবি করলেও জরীপ বলছে ভিন্ন কথা। জরীপে এগিয়ে রয়েছেন জো বাইডেন। 

এদিকে ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক সমীক্ষক ল্যারি সাবাতো বিশৃঙ্খলার ধরণ দেখে বাকি দুটি বিতর্ক অনুষ্ঠান বাতিলের পরামর্শ দিয়েছেন। 

এমএস/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি