ঢাকা, বুধবার   ১৭ সেপ্টেম্বর ২০২৫

গাজায় ইসরাইলি ড্রোন ভূপাতিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৩৩, ১৮ মার্চ ২০২১ | আপডেট: ১৯:৩৪, ১৮ মার্চ ২০২১

Ekushey Television Ltd.

ফিলিস্তিনের গাজার উত্তরাঞ্চলে ইসরাইলের একটি ড্রোন বিধ্বস্ত হয়েছে। ফিলিস্তিনি সংবাদ মাধ্যম 'ফিলিস্তিন আল ইয়াউম' জানিয়েছে, ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধারা বুধবার রাতে একটি ড্রোন ভূপাতিত করতে সক্ষম হয়েছে।

গাজার আকাশসীমায় প্রবেশের পর এটিকে ধ্বংস করা হয়। এর আগেও ফিলিস্তিন ইসরাইলের ড্রোন ভূপাতিত করেছে। গত ফেব্রুয়ারিতে ১৫ দিনে চারটি ইসরাইলি ড্রোন ভূপাতিত করে ফিলিস্তিনিরা।

ইসরাইলি বাহিনী গাজায় গোয়েন্দা তৎপরতা চালাতে ড্রোন ব্যবহার করে থাকে। এছাড়া মাঝেমধ্যেই গাজায় জঙ্গিবিমান, হেলিকপ্টার ও কামানের সাহায্যে হামলা চালায় ইসরাইলি বাহিনী।

২০১৭ সাল থেকে ইসরাইল গাজায় বিমান হামলা বাড়িয়ে দিয়েছে। এর ফলে এ পর্যন্ত বহু নিরীহ ফিলিস্তিনি মৃত্যুবরণ করেছে। এছাড়া গাজার উপর রয়েছে সর্বাত্মক অবরোধ। এ কারণে গাজাকে বিশ্বের সবচেয়ে বড় কারাগার হিসেবেও অভিহিত করা হয়।

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি