ঢাকা, মঙ্গলবার   ০৮ জুলাই ২০২৫

ঈদে ৩ দিনের যুদ্ধবিরতি ঘোষণা আফগান তালেবানের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:১৬, ১০ মে ২০২১

Ekushey Television Ltd.

আফগানিস্তানের তালেবান পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশজুড়ে তিনদিনের যুদ্ধবিরোধী ঘোষণা করেছে। রাজধানী কাবুলের একটি স্কুলের পাশে ভয়াবহ বোমা বিস্ফোরণে অন্তত ৫৮ জন নিহত হওয়ার দু দিন পর তালেবান এ যুদ্ধবিরতি ঘোষণা করল। বোমা বিস্ফোরণে নিহতদের বেশিরভাগই স্কুল ছাত্রী। 

সোমবার (১০ মে) তালেবান এক বিবৃতিতে বলেছে, তাদের যোদ্ধাদেরকে শত্রুদের বিরুদ্ধে ঈদের দিন থেকে ঈদের তৃতীয় দিন পর্যন্ত সামরিক অভিযান বন্ধ রাখার জন্য নির্দেশ দেয়া হয়েছে। তবে এই দিনগুলোতে যদি শত্রুরা কোন রকমের আক্রমণ চালায় তাহলে নিজেদের রক্ষার জন্য প্রস্তুত থাকতে হবে।

আফগানিস্তান থেকে আমেরিকা যখন সেনা প্রত্যাহার করছে তখন তালেবান যুদ্ধবিরতির ঘোষণা দিল। আগামী ১১ সেপ্টেম্বরের মধ্যে আফগানিস্তান থেকে সমস্ত মার্কিন সেনা প্রত্যাহার করার কথা রয়েছে।

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি