ঢাকা, রবিবার   ১৩ জুলাই ২০২৫

নাইজারে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৫ জনে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪২, ১৩ আগস্ট ২০২১

Ekushey Television Ltd.

পশ্চিম আফ্রিকার দেশ নাইজারে জুন থেকে শুরু হওয়া প্রবল বর্ষণের ফলে সৃষ্ট বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৫ জনে দাঁড়িয়েছে। এ প্রাকৃতিক দুর্যোগে প্রায় ৫৩ হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছে। 

বৃহস্পতিবার কর্তৃপক্ষ একথা জানিয়েছে। খবর এএফপি’র।

বেসামরিক সুরক্ষা সংস্থার প্রধান কর্ণেল বাকো বৌবাকার রাষ্ট্রীয় বেতার কেন্দ্রকে বলেন, দেশটিতে বন্যায় বা ভূমিধসে চার হাজার আটশ’র বেশি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং প্রায় নয়শ’ গবাদি পশু ভেসে গেছে।

নাইজারের দক্ষিণ-পূর্ব মারাদি, উত্তরের আগাদেজ ও রাজধানী নিয়ামিতে বন্যায় বসচেয়ে বেশি ক্ষতি হয়েছে। সেখানে এ দুর্যোগে ১৬ জন প্রাণ হারিয়েছে।

এদিকে দারিদ্রপীড়িত দেশ নাইজার দীর্ঘস্থায়ী শুষ্কতা ও তাপদাহ মোকাবেলা করছে।

নাইজারে বর্ষাকাল স্বল্প মেয়াদি হলেও সাম্প্রতিক বছর গুলোতে দেশটিতে ব্যাপক বন্যা হতে দেখা যাচ্ছে। নাইজারে সাধারনত জুন থেকে আগস্ট বা সেপ্টেম্বর পর্যন্ত বন্যা স্থায়ী হয়ে থাকে।

জাতিসংঘ জানায়, গত বছর বন্যায় ৭৩ জনের প্রাণহানি ঘটে এবং মানবিক সংকটে পড়ায় ২২ লাখ মানুষের সাহায্যের প্রয়োজন হয়। ২০১৯ সালে নাইজারে ৫৭ জন বন্যায় প্রাণ হারায়।
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি