ঢাকা, মঙ্গলবার   ১০ সেপ্টেম্বর ২০২৪

আইএসের হামলায় ১৩ ইরাকি পুলিশ নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২৯, ৬ সেপ্টেম্বর ২০২১

ইরাকের উত্তরাঞ্চলে কিরকুকে ইসলামিক স্টেট গোষ্ঠীর হামলায় ১৩ পুলিশ নিহত হয়েছে। দেশটির চিকিৎসা ও নিরাপত্তা বিভাগ এ কথা জানিয়েছে। খবর এএফপি’র। 

রোববার (৫ সেপ্টেম্বর) শহরের একটি চেকপয়েন্টে হামলাটি ঘটে।
 
আইএসের জিহাদি সেলগুলো ওই এলাকায় নিয়মিতভাবে ইরাকি সেনাবাহিনী ও পুলিশকে টার্গেট করে হামলা চালিয়ে আসছিল। তবে, আইএস গ্রুপের এই হামলা ছিল এ বছরের অন্যতম ও সবচেয়ে মারাত্মক।

তবে, আইএস তাৎক্ষণিকভাবে এই হামলার দায় স্বীকার করেনি। কিন্তু ২০১৭ সাল থেকে উত্তর ইরাক আইএসের কার্যকলাপের জন্য হটস্পট। এ জন্য নিয়মিতভাবে দুর্গম পাহাড়ি উত্তর অঞ্চল এবং পশ্চিম ইরাকের মরুভূমিতে আইএস-বিরোধী অভিযান চালিয়ে আসছে ইরাকি বাহিনী। 

সাম্প্রতিক বছরগুলোতে ইরাকে আইএসের হামলা কমেছে কিন্তু এই এলাকাগুলোতে অব্যাহত রয়েছে। যেখানে দেশটির নিরাপত্তা বাহিনী প্রায়ই ওই গোষ্ঠীর হামলা ও বোমা হামলার শিকার হয়।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি