ঢাকা, মঙ্গলবার   ০৫ আগস্ট ২০২৫

ইথিওপিয়ায় অস্ত্রবিরতির আহ্বান জাতিসংঘের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৩৭, ৬ নভেম্বর ২০২১

Ekushey Television Ltd.

জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ইথিওপিয়ায় অস্ত্রবিরতির আহ্বান জানিয়েছে এবং সংঘাতপূর্ণ এ দেশের উত্তরাঞ্চলে যুদ্ধ ছড়িয়ে পড়ায় ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করেছে। খবর এএফপি’র।

পরিষদের এক যৌথ বিবৃতিতে বলা হয়, ‘নিরাপত্তা  পরিষদের সদস্যরা ইথিওপিয়ার উত্তরাঞ্চলে সামরিক বাহিনীর সঙ্গে তুমুল লড়াই ছড়িয়ে পড়ার ব্যাপারে গভীর উদ্বেগ প্রকাশ করেছে।’

‘তারা এ সংঘাত বন্ধের এবং একটি স্থায়ী অস্ত্রবিরতি আলোচনা করার ও এ সংকট সমাধানে অন্তর্ভূক্তিমূলক ইথিওপীয় জাতীয়  সংলাপ শুরু করার জন্য পরিবেশ সৃষ্টির আহ্বান জানিয়েছে। টাইগ্রেয়ান বিদ্রোহীরা রাজধানী আদ্দিস আবাবা দখল করে নেয়ার হুমকির পর পরিষদের ১৫ সদস্য দেশ এমন বিবৃতি দেয়। তারা ইথিওপিয়ার সংঘাত প্রশ্নে একটি অভিন্ন অবস্থানে আসার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

পরিষদ ইথিওপিয়ার মানবিক পরিস্থিতি ও জাতীয় স্থিতিশীলতার ব্যাপারে গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং দেশটির সার্বভৌমত্ব, রাজনৈতিক স্বাধীনতা ও ভূখণ্ডগত ঐক্যের ব্যাপারে তাদের দৃঢ় প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি