ঢাকা, সোমবার   ১৪ অক্টোবর ২০২৪

প্রেমের বিয়ে, ভাড়া বাড়িতেই সংসার পাতবেন রাজকুমারী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:১৮, ১৫ নভেম্বর ২০২১

প্রেমের টানে সাধারণ যুবককে বিয়ে করে রাজকুমারী পদবী ছেড়েছেন, ছেড়েছেন রাজ মর্যাদা। এখন নিজ দেশও ছাড়লেন। বলছি, জাপানের সদ্য সাবেক রাজকুমারী ম্যাকোর কথা। যুক্তরাষ্ট্রের একটি ভাড়া বাড়িতেই নাকি স্বামীর সঙ্গে সংসার পাততে চলেছেন তিনি।

ম্যাকোর স্বামী কেই কোমারো যে সেখানেই একটি ল ফার্মে কাজ করেন। এখন সাবেক রাজকুমারী ম্যাকোও হয়তো কোনও কাজ  খুঁজে নেবেন মার্কিন মুলুকে। 

এই নবদম্পতির দেশত্যাগের সময় টোকিও এয়ারপোর্টে উপস্থিত ছিলেন শতাধিক সাংবাদিক। তবে কোনও  সাংবাদিকের প্রশ্নের উত্তরই দেননি তারা।

সাধারণ যুবক কোমারোর সঙ্গে রাজকুমারী ম্যাকোর প্রেমের গল্পটা কিন্তু ছিল অসাধারণ। যে কারণে এই গল্পের পরিণতি গড়িয়েছে বিয়ে পর্যন্ত। এখন এয়ারপোর্টের সাংবাদিকরাই শুধু নয়, বিশ্ববাসীর বিশ্বাস, তাদের গল্পের শেষটাও হবে অসাধারণ। 

২০১২ সালে টোকিওর ইন্টারন্যাশনাল ক্রিশ্চিয়ান ইউনিভার্সিটিতে পড়তে গিয়ে সাক্ষাৎ হয় ম্যাকো-কোমারোর। এর ৫ বছর পর ২০১৭ সালে সম্পর্ক বাগদানে রূপান্তরের ঘোষণা দিয়েছিলেন তারা।

যদিও পারিবারিক জটিলতা এবং নানা নাটকীয়তায় তাদের চার হাত এক হয়েছিল গেল ২৬ অক্টোবর। তার আগেই রাজপ্রাসাদ ছেড়েছিলেন ম্যাকো। রাজ পরিবার ত্যাগ করায় তার বিয়েতেও ছিল না কোনও রাজকীয় আয়োজন। 

আরএমএ/ এসবি 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি