ঢাকা, শনিবার   ১৬ আগস্ট ২০২৫

সাইপ্রাসের পশ্চিম উপকূলে শক্তিশালী ভূমিকম্প

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:১৭, ১১ জানুয়ারি ২০২২

Ekushey Television Ltd.

সাইপ্রাসের পশ্চিম উপকূলে মঙ্গলবার প্রথম প্রহরে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬.৬। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা একথা জানায়। খবর এএফপি’র।

সংস্থাটি জানায়, শক্তিশালী ও তুলনামূলকভাবে ভূপৃষ্ঠের কম গভীরে আঘাত হানা এ ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল ভূমধ্যসাগরীয় দ্বীপের পলিস শহরের ৪৮ কিলোমিটার পশ্চিম উত্তর-পশ্চিমে।

ইউএসজিএস প্রাথমিকভাবে জানায়, এতে হতাহত ও ক্ষতির সম্ভাবনা কম।

এদিকে সাইপ্রাস ভূপৃষ্ঠের এমন এক জোনে অবস্থিত যেখানে দ্বিতীয় দফা ভূমিকম্প আঘাতের সম্ভাবনা বেশি। তবে দেশটিতে এ ধরনের ভূমিকম্পের অনেক ক্ষেত্রেই মাত্রা অস্বাভাবিক হয়ে থাকে।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি