ঢাকা, বুধবার   ১১ ডিসেম্বর ২০২৪

মিশরে বাস দুর্ঘটনায় ২২ জনের প্রাণহানি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:১৫, ১৯ জুলাই ২০২২

মিশরের দক্ষিণাঞ্চলে মঙ্গলবার একটি যাত্রীবাহি বাস একটি পার্ক করা ট্রাককে ধাক্কা দিলে দুর্ঘটনায় অন্তত ২২ জনের প্রাণহানি ঘটেছে ও ৩৩ জন এতে আহত হয়েছে।

মঙ্গলবার এ তথ্য জানিয়েছে এএফপি।

রাজধানী কায়রো থেকে প্রায় ৩০০ কিলোমিটার দক্ষিণে আল-মিনিয়া গভর্নরেটের আল-বারশা গ্রামের কাছে প্রায় ৪৫ জন যাত্রী বহনকারী বাসটি একটি দাঁড়িয়ে থাকা ট্রাকের সাথে ধাক্কা খায়।

ট্রাকটি টায়ার পরিবর্তন করার জন্য রাস্তার পাশে দাঁড় করানো হয়েছিল। সোহাগ এলাকা থেকে কায়রোগামী বাসটি পিছন থেকে ট্রাকটিকে ধাক্কা দেয়।

সরকারি পরিসংখ্যান অনুসারে, ২০২০ সালে দেশটিতে সড়ক দুর্ঘটনায় প্রায় ৭ হাজার মানুষ মারা গিয়েছে। 

এসি


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি