ঢাকা, শনিবার   ০৪ মে ২০২৪

আস্থা বাড়াতে প্রস্তুত, দ্রৌপদীকে শি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৩৭, ২৬ জুলাই ২০২২

পূর্ব লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণরেখা সংলগ্ন এলাকায় গত দু’বছর ধরে টানাপড়েন চলছে ভারত এবং চীনের মধ্যে। সেনা ফিরিয়ে নেওয়ার কোনও ইঙ্গিতই দিচ্ছে না বেইজিং। 

এই পরিপ্রেক্ষিতে মঙ্গলবার তাৎপর্যপূর্ণ ভাবে এক বার্তায় শি বলেছেন, ‘দু’দেশের মধ্যে পারস্পরিক রাজনৈতিক আস্থা বাড়াতে, প্রত্যক্ষ সহযোগিতা তৈরি করতে এবং মতপার্থক্য কমাতে আমি ভারতের রাষ্ট্রপতির সঙ্গে সম্মিলিত ভাবে পদক্ষেপ করতে প্রস্তুত।’

কূটনৈতিক শিবিরের বক্তব্য, ভারতের সামরিক বাহিনীর সর্বাধিনায়ক রাষ্ট্রপতি। তার সঙ্গে কাজ করার প্রস্তাব দিয়ে কি বিশেষ কোনও বার্তা দিয়ে রাখলেন চীনের সামরিক বাহিনীর সর্বাধিনায়ক শি জিনপিং? 

তিনি আরও বলেছেন, ভারত এবং চীন দুটি গুরুত্বপূর্ণ রাষ্ট্র। এই অঞ্চলের এবং গোটা বিশ্বের শান্তি, উন্নয়ন এবং স্থিতিশীলতা বজায় রাখার প্রশ্নে দুই দেশের ভূমিকা অপরিসীম। এই দুই দেশের বিকাশের সঙ্গে তাদের মৌলিক স্বার্থ জড়িত। দরকার একে অপরের প্রতি বিশ্বাসযোগ্য সম্পর্ক তৈরির। সূত্র: আনন্দবাজার

এসি
 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি