ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

কেনিয়ার টিভি চ্যানেলগুলো বন্ধ করল ভোটের সম্প্রচার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:০৬, ১২ আগস্ট ২০২২

কেনিয়ার টিভি চ্যানেলগুলো দেশটির প্রেসিডেন্ট নির্বাচনের আংশিক ফলাফল সম্প্রচার বন্ধ করে দিয়েছে। শুক্রবার ভোট গণনা প্রক্রিয়া চতুর্থ দিনে প্রবেশ করায় এর ফলাফল নিয়ে প্রশ্ন উঠায় চ্যানেলগুলো এমন পদক্ষেপ গ্রহণ করে। খবর এএফপি’র।

মঙ্গলবারের নির্বাচন একেবারে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হলেও আগের প্রেসিডেন্ট নির্বাচন প্রশ্নে সৃষ্ট বিরোধ মারাত্মক সহিংসতায় রূপ নেয় এবং ভয়ের পরিবেশ সৃষ্টি করে। ঘোষিত আংশিক ফলাফল থেকে প্রতিদ্বন্দ্বী প্রার্থী উইলিয়াম রুটো ও রাইলা ওডিঙ্গার মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ঈঙ্গিত পাওয়া যাচ্ছে।

ইন্ডিপেন্ডেন্ট ইলেক্টোরাল অ্যান্ড বাউন্ডারিস’র অনিয়ম ও অব্যবস্থাপনার কথা উল্লেখ করে সুপ্রিম কোর্ট ২০১৭ সালের প্রেসিডেন্ট নির্বাচন বাতিল করে দেওয়ার পর নির্বাচন পর্যবেক্ষণ সংস্থা একটি স্বচ্ছ ভোট অনুষ্ঠানে চাপের মুখে রয়েছে এবং এ জন্য তারা প্রতিটি ভোট কেন্দ্র থেকে পাওয়া ফলাফল তাদের ওয়েবসাইটে প্রকাশ করেছে।

এসি
 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি