ঢাকা, মঙ্গলবার   ০৭ মে ২০২৪

কোভিড আক্রান্ত হলেন জাপানের প্রধানমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:০১, ২১ আগস্ট ২০২২

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, রোববার তার কার্যালয় থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

সপ্তাহব্যাপী ছুটি থেকে ফিরে সোমবার স্বাভাবিক কাজকর্মে ফেরার কথা ছিল প্রধানমন্ত্রীর। কিন্তু এর মধ্যেই তিনি কোভিড আক্রান্ত হলেন।

ফুমিও কিশিদার শনিবার থেকেই জ্বর এবং সর্দি দেখা দেয়। মন্ত্রিসভার এক মুখপাত্র রোববার সকালে পিসিআর টেস্টের মাধ্যমে তার করোনায় আক্রান্তের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে বলে জানান।

জাপানে এরই মাঝে করোনাভাইরাসে সংক্রমণ ফের বেড়ে গেছে। গত ২৪ ঘণ্টায় সংক্রমণ ও মৃত্যুতে শীর্ষে রয়েছে দেশটি। এই সময়ের মধ্যে মারা গেছেন ২৮৩ জন। একই সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছেন দুই লাখ ৫৫ হাজার ৮১০ জন।

এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো এক কোটি ৬৬ লাখ ৭৮ হাজার ৮৬৩ জনে। তাদের মধ্যে মারা গেছেন ৩৬ হাজার ৫১৭ জন। আর সুস্থ হয়েছেন এক কোটি ৪৬ লাখ ৮৫ হাজার ২৬৫ জন।

এসি

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি