ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

জাপান উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় হিন্নামনর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:০০, ৩১ আগস্ট ২০২২

Ekushey Television Ltd.

প্রবল ঘূর্ণিঝড়ে উত্তাল পূর্ব চীন সাগর। একে চলতি বছরের সবচেয়ে শক্তিশালী ঝড় বলে উল্লেখ করা হচ্ছে। ঘণ্টায় ১৬০ মাইল (২৫৭ কিলোমিটার) বেগে বইছে হাওয়া। চীনের পূর্ব উপকূল এবং জাপানের দক্ষিণের দ্বীপগুলিতে এই ঝড়ের ফলে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

চীন সাগরের এই ঘূর্ণিঝড়ের নাম দেওয়া হয়েছে, সুপার টাইফুন হিন্নামনর। সংবাদমাধ্যম সূত্রের খবর, হিন্নামনরে কোথাও কোথাও দমকা হাওয়ার বেগ পৌঁছে যাচ্ছে ঘণ্টায় ১৯৫ মাইলেও। সমুদ্র উত্তাল। 

আমেরিকার যুগ্ম টাইফুন সতর্কতা কেন্দ্র থেকে জানানো হয়েছে, পূর্ব চীন সাগরে টাইফুনের ফলে ঢেউয়ের উচ্চতা এখনও পর্যন্ত সর্বাধিক ৫০ ফুট (১৫ মিটার)।

হাওয়ার গতিবেগ অনুযায়ী হিন্নামনরেকে চলতি বছরের সবচেয়ে শক্তিশালী ঝড় বলে ঘোষণা করেছে জাপানের আবহাওয়া দফতর। হংকংয়ের পর্যবেক্ষণ কেন্দ্র থেকে জানানো হয়েছে, বুধবার সকাল ১০টা নাগাদ জাপানের ওকিনাওয়া থেকে ২৩০ কিলোমিটার পূর্ব দিকে ছিল টাইফুন। সেখান থেকে পশ্চিম-দক্ষিণ পশ্চিম দিকে এগিয়েছে হিন্নামনর। আগামী কয়েকদিনে এই ঝড় কিছুটা শক্তিক্ষয় করবে, বলছে পূর্বাভাস।

ঘূর্ণিঝড়ে চীন, জাপানের উপকূল উত্তাল হলেও শান্ত রয়েছে আফ্রিকা ও ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের মাঝের আটলান্টিক মহাসাগর। অগস্ট মাসে সাধারণত আটলান্টিকের এই উপকূল এলাকায় হ্যারিকেনের তাণ্ডব দেখা যায়। 

গত ২৫ বছর ধরে বছরের এই সময়ে আটলান্টিকে হ্যারিকেন প্রবণ অঞ্চল বেশ সক্রিয় থাকে। তবে এ বছর এখনও তেমন কিছু দেখা যায়নি। কলোরাডো স্টেট ইউনিভার্সিটির আবহাওয়াবিদ ফিল ক্লোৎজবাচ জানিয়েছেন, সাত দশকেরও বেশি সময়ে কেবল দু’বছর অগস্ট মাসে আটলান্টিকে ঝড় হয়নি- ১৯৬১ এবং ১৯৯৭। সূত্র: আনন্দবাজার

এসি
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি