ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪

মাদাগাস্কারে জাহাজ-যাত্রীবাহী নৌকা সংঘর্ষে নিহত ৯

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:০১, ১২ সেপ্টেম্বর ২০২২

মাদাগাস্কারের উত্তর-পশ্চিমাঞ্চলে একটি নদীতে পণ্যবাহী জাহাজের সঙ্গে যাত্রীবাহী নৌকার সংঘর্ষে অন্তত ৯ জনের প্রাণহানী ঘটেছে এবং নিখোঁজ রয়েছেন বহুসংখ্যক। খবর এএফপি’র।

রিভার অ্যান্ড মেরিটাইম পোর্ট এজেন্সি (এপিএমএফ) জানিয়েছে, রোববার সন্ধ্যায় আন্তসোহিহির কাছে লোজা নদীতে এই সংঘর্ষের সময় আট মিটার (২৬-ফুট) দৈর্ঘ্যের নৌকাটিতে থাকা ৩৫ যাত্রীর মধ্যে শিশুও ছিল। কিছু যাত্রী সাঁতরে তীরে উঠতে পারলেও অন্যদের পরিচয় পাওয়া যায়নি। 

এপিএমএফের ডিরেক্টর-জেনারেল জিন-এডমন্ড রন্দ্রিয়ানন্তেনা এএফপিকে বলেন, "অন্যান্য যাত্রীদের কী হয়েছে, তা আমরা এখনও জানি না।" উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে বলে তিনি উল্লেখ করেন। 

যাত্রীবাহী নৌকাটি অম্বিকি থেকে যাত্রা করার সময় একটি কার্গো জাহাজের সাথে ধাক্কা খায় এবং অবিলম্বে ডুবে যায়। যাত্রীবাহী নৌকায় আলো না থাকায় এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে মন্তব্য করেছেন রন্দ্রিয়ানন্তেনা। 

তিনি বলেন, “সংঘর্ষের পর কার্গো জাহাজটি পালিয়ে যাচ্ছিল কিন্তু আমরা সেটাকে ধরে ফেলেছি, পুলিশ ক্রুদের জিজ্ঞাসাবাদ করছে।”

এর আগে গত ডিসেম্বরে মাদাগাস্কারের উত্তর-পূর্ব উপকূলে একটি নৌকা ডুবে ৮৮ জন প্রাণ হারিয়েছিল। তাদের বেশিরভাগই ছিল মৌসুমী শ্রমিক। তারা লবঙ্গ সংগ্রহের পর বাড়ি ফিরছিল।

এনএস//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি