ঢাকা, রবিবার   ২৮ এপ্রিল ২০২৪

কাবুলের স্কুলে বোমা হামলায় নিহত বেড়ে ৩৫

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৪৯, ১ অক্টোবর ২০২২ | আপডেট: ২১:৫২, ১ অক্টোবর ২০২২

স্কুলে বিস্ফোরণের পর এক নারী তার স্বজনের সন্ধানে একটি মোটরসাইকেলে করে হাসপাতালে এসে পৌঁছাচ্ছেন।

স্কুলে বিস্ফোরণের পর এক নারী তার স্বজনের সন্ধানে একটি মোটরসাইকেলে করে হাসপাতালে এসে পৌঁছাচ্ছেন।

কাবুলে একটি শ্রেণীকক্ষে আত্মঘাতী বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে কমপক্ষে ৩৫ জনে পৌঁছেছে। আফগানিস্তানে জাতিসংঘ মিশন শনিবার এএফপিকে একথা জানায়।

শুক্রবার, আফগানিস্তানের রাজধানীর পশ্চিমাঞ্চলীয় জেলা দাশত-ই-ব্রাচিতে একটি স্টাডি হলে শত শত শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় প্রস্তুতি পরীক্ষারত থাকাকালে এক আত্মঘাতী বোমা হামলাকারি বোমা বিস্ফোরণ ঘটায়।

আশেপাশের এলাকাটি প্রধানত শিয়া মুসলিম ছিটমহল এবং সংখ্যালঘু হাজারা সম্প্রদায়ের আবাসস্থল। ঐতিহাসিকভাবে নিপীড়িত গোষ্ঠীটি সাম্প্রতিক বছরগুলিতে আফগানিস্তানের সবচেয়ে নৃশংস হামলাসমূহের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।

কোনো গোষ্ঠী কায়াজ হায়ার এডুকেশন সেন্টারে হামলার দায় স্বীকার করেনি।

এসি

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি