ঢাকা, বুধবার   ২৭ আগস্ট ২০২৫

তুরস্কে খনি বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ৪০

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:১৫, ১৫ অক্টোবর ২০২২

Ekushey Television Ltd.

তুরস্কের উত্তরাঞ্চলে একটি কয়লা খনিতে বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ৪০ জনে দাঁড়িয়েছে। 

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সুলেমান সোয়লু জানিয়েছেন, খনি থেকে ৫৮ জনকে উদ্ধার করা হয়েছে। তবে আরও কয়েক ডজন খনি শ্রমিক আটকা রয়েছেন।

শুক্রবার (১৪ অক্টোবর) বিস্ফোরণের সময় খনিতে প্রায় ১১০ জন শ্রমিক কর্মরত ছিলেন। তাদের প্রায় অর্ধেক ৩০০ মিটারের গভীরে কাজ করছিলেন।

সুলেমান সোয়লু বলেন, আমাদের ৫৮ জন খনি শ্রমিক অক্ষত অবস্থায় বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন। আমরা অনুমান করছি আরও ১৫ জন খনি শ্রমিক নীচে আটকে আছেন। আমরা তাদের উদ্ধার করার চেষ্টা করছি।

তিনি জানান, জরুরি পরিষেবা কর্মীরা রাতভর কাজ করেছেন। খনির ভেতরে জীবিতদের কাছে পৌঁছানোর চেষ্টা চলছে। এ জন্য খনির পাথর খনন চলছে।

ভিডিও ফুটেজে দেখা গেছে, কালো রঙে ঢেকে যাওয়া খনি কর্মীরা খনি থেকে বেরিয়ে আসছেন।  উদ্ধার জীবিতদের উদ্ধারকর্মীরা তাদের কৃষ্ণসাগর উপকূলে একটি স্বাস্থ্যসেবা কেন্দ্রে নিয়ে গেছেন।

এমএম/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি