ঢাকা, সোমবার   ২৯ এপ্রিল ২০২৪

ঋষি সুনাকই ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:২০, ২৪ অক্টোবর ২০২২

ঋষি সুনাক

ঋষি সুনাক

নতুন ইতিহাস তৈরি হতে যাচ্ছে ব্রিটেনে। প্রথম ভারতীয় বংশোদ্ভূত প্রধানমন্ত্রী পেতে চলেছে যুক্তরাজ্য। লড়াই থেকে পেনি মরড্যান্ট সরে যাওয়ার পরেই ব্রিটেনের প্রধানমন্ত্রীর আসনে বসার ক্ষেত্রে পথটা পরিষ্কার হয়ে যায় ঋষি সুনাকের। এবার শুধু আনুষ্ঠানিকভাবে দায়িত্বগ্রহণ করবেন তিনি।

সংবাদসংস্থা এএফপির প্রতিবেদন অনুযায়ী, সতীর্থ সাংসদদের থেকে ১০০টি মনোনয়ন ম্যানেজ করতে পারেননি মরড্যান্ট। অর্থাৎ ১০০ জন সাংসদের সমর্থন পেতে ব্যর্থ হন তিনি। যে কারণে ব্রিটেনের প্রধানমন্ত্রীর লড়াই থেকে সরে দাঁড়ান তিনি।

প্রভাবশালী ১৯৯২ কমিটির চেয়ারম্যান বলেন, 'তাই কনজারভেটিভ পার্টির নেতা হিসেবে নির্বাচিত হলেন ঋষি সুনাক।' সেই প্রাক্তন অর্থমন্ত্রীকে ‘সম্পূর্ণ সমর্থন’ করবেন বলে জানিয়েছেন মরড্যান্ট।

এদিকে, ব্রিটেনের ইতিহাসে সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন ৪২ বছরের ঋষি। আগামী ২৮ অক্টোবর শপথ গ্রহণ করবেন ভারতীয় বংশোদ্ভূত এই ব্রিটিশ রাজনীতিক।

কনজারভেটিভ পার্টির সদস্য ঋষি ব্রিটেনের প্রাক্তন অর্থমন্ত্রীও বটে। ব্রিটেনের সাম্প্রতিক অর্থনৈতিক সঙ্কটে তিনিই যে যোগ্য প্রার্থী হতে পারেন, এ দাবি আগেই করেছিলেন ঋষি। তার পক্ষে পার্লামেন্টের ১৯১ জন সদস্যের সমর্থন রয়েছে বলেও জানা গেছে।

বস্তুত, সাম্প্রতিককালে অর্থনৈতিক সঙ্কটের পাশাপাশি রাজনৈতিক স্তরেও কার্যত ডামাডোলের মধ্যে রয়েছে ব্রিটেন। গত ৭ মাসে ঋষিকে মিলিয়ে ৩ জন প্রধানমন্ত্রীকে দায়িত্ব নিতে দেখবেন বিশ্ববাসী। 

এর আগে বরিস জনসনের পর দায়িত্ব নিয়েছিলেন লিজ ট্রাস। তবে প্রধানমন্ত্রীর আসনে মাত্র ৪৫ দিনের সংক্ষিপ্ত কার্যকালের পর ২০ অক্টোবর ইস্তফা দেন এই নারী। তার পর থেকেই এ পদের জন্য বরিসের নাম ঘুরেফিরে উঠেছে। 

দৌড়ে ছিলেন পোর্টমাউথ নর্থের এমপি পেনি মরড্যান্টও। তবে বরিসের পর পেনিও এই দৌড় থেকে নিজেকে সরিয়ে নিলে শিকে ছিঁড়ল রিচমন্ডের এমপি ঋষির। 

এমন সুখবরের আগেই অবশ্য নিজের সংক্ষিপ্ত মন্তব্যে ঋষি বলেছিলেন, ‘দেশের অর্থনীতির হাল ফেরাতে চাই। সেইসঙ্গে দলকে সংঘবদ্ধ করাও আমার লক্ষ্য।’

এদিকে, রক্ষণশীল হিসাবে পরিচিত ব্রিটেনের প্রধানমন্ত্রীর আসনে এক ভারতীয় বংশোদ্ভূত রাজনীতিকের বসার ঘটনাটি খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

এনএস//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি