ঢাকা, সোমবার   ২৯ এপ্রিল ২০২৪

লকডাউন ভয়ে চীনের কারখানা থেকে পালাচ্ছে শ্রমিকরা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৩১, ১ নভেম্বর ২০২২

কারখানার দেওয়াল টপকে পালাচ্ছেন লকডাউনে আটকা পড়া আইফোনের নির্মাণ শ্রমিকরা। চীনের কমিউনিস্ট সরকারের কঠোর ‘জিরো কোভিড’ নীতিমালার কারণে চাংচোউ শহরে অবস্থিত ফক্সকনের কারখানা ছেড়ে পালানোর দৃশ্য এটি।

বার্তা সংস্থা এএনআই জানিয়েছে, চীনের নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ওয়েইবো-তে ভাইরাল হওয়া ভিডিওতে কারখানার অন্তত ১০ শ্রমিককে বেড়া টপকে পালাতে দেখা গেছে।

কেবল আইফোন নির্মাণ কারখানার শ্রমিকরা নন, প্রেসিডেন্ট শি জিন পিংয়ের কঠোর কোভিড নীতিমালার কারণে চীনের জনসাধারণ আর ব্যবসা প্রতিষ্ঠান দুপক্ষই বিপাকে পড়ছে বলে জানিয়েছে সংস্থাটি।

জানা গেছে, চীনে অবস্থিত নিজস্ব কারখানায় অ্যাপলের জন্য চুক্তিতে আইফোন উৎপাদন করে ফক্সকন। লকডাউনের কারণে কোম্পানির হাজারো শ্রমিক আটকা পড়ে আছেন। যদিও তাইওয়ানভিত্তিক কোম্পানিটি দাবি করেছে যে কোনো শ্রমিক বেরিয়ে যেতে চাইলে, আটকানো হবে না। 

পালিয়ে আসা শ্রমিকরা জানিয়েছেন, ১৯ অক্টোবর থেকে তাদের ডাইনিংয়ে খাওয়ার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে ফক্সকন কর্তৃপক্ষ। সেখানে বিশৃঙ্খল পরিস্থিতি দেখে পালাতে বাধ্য হয়েছেন তারা। 

এর আগেও চীনজুড়ে কঠোর জিরো-কোভিড নীতি আরোপ করেছিল জিন পিং প্রশাসন। যার যাঁতাকলে পিষ্ট হয় সাধারণ মানুষ। সেসময় লকডাউন কবলিত শহরগুলোয় ব্যাপক খাদ্যাভাব দেখা দেওয়ায় দুর্বিষহ জীবন যাপন করতে হয় মানুষকে।

এসি

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি