ঢাকা, সোমবার   ১২ মে ২০২৫

পাক-ভারত যুদ্ধ, যুদ্ধবিরতি না হলে ডুবতো ভারত

সুজিত সজীব, ডেস্ক রিপোর্ট

প্রকাশিত : ১৭:৪৩, ১১ মে ২০২৫

Ekushey Television Ltd.

মাত্র ৮৭ ঘণ্টা স্থায়ী হয়েছিল ভারত ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক চলা যুদ্ধ। কিন্তু এই অল্প সময়ের সংঘর্ষে দুই দেশের অর্থনীতি কেঁপে উঠেছে। কোটি কোটি ডলারের ক্ষতির মুখে পড়েছে ব্যবসা, শেয়ারবাজার এবং দুই দেশের নাগরিকদের প্রতিদিনের জীবনযাত্রা।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, ৭ মে রাত ১টা ৫ মিনিটে ভারত ‘অপারেশন সিঁদুর’ নামে অভিযান চালায়। রাফায়েল যুদ্ধবিমান থেকে ছোড়া হয় স্টর্ম শ্যাডো মিসাইল ও হ্যামার বোমা। আঘাত হানে পাকিস্তানের ৯টি বেসামরিক এলাকায়। একইসঙ্গে ড্রোন পাঠিয়ে পাকিস্তানের প্রতিরক্ষা ব্যবস্থা যাচাইয়ের চেষ্টা করে ভারত।

জবাবে পাকিস্তানও চালায় পাল্টা অভিযান ‘অপারেশন বুনিয়ান উন মারসুস’। তারা জে-১০সি যুদ্ধবিমান ও কোরাল জ্যামার ব্যবহার করে আকাশ প্রতিরক্ষা জোরদার করে। পাকিস্তানের দাবি, তারা ভারতের তিনটি রাফায়েল যুদ্ধবিমান গুলি করে নামিয়েছে এবং ১২টি ড্রোন ধ্বংস করেছে।

কিন্তু যুদ্ধের আসল ধাক্কা এসেছে দুই দেশের অর্থনীতিতে। 

ভারতের ক্ষতি কতো?

সংবাদমাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল বলছে, মাত্র সাড়ে ৮৭ ঘণ্টায় ভারতের অর্থনৈতিক ক্ষতি প্রায় ৮৩ বিলিয়ন ডলার।

শেয়ারবাজারে ধস: নিফটি ও সেনসেক্সে মিলিয়ে ক্ষতি প্রায় ৮২ বিলিয়ন ডলার

আকাশসীমা বন্ধ থাকায় প্রতিদিন ক্ষতি ৮ মিলিয়ন ডলার

আইপিএল বন্ধ হওয়ায় লোকসান ৫০ মিলিয়ন ডলার

সামরিক ব্যয়ে অতিরিক্ত ১০০ মিলিয়ন ডলার

যুদ্ধবিমান হারিয়ে ক্ষতি ৪০০ মিলিয়ন ডলার

বাণিজ্য ও লজিস্টিক খাতে ক্ষতি ২ বিলিয়ন ডলার ছাড়িয়েছে

পাকিস্তানের ক্ষতি কত?

পাকিস্তানের আর্থিক ক্ষতি তুলনামূলকভাবে কম হলেও নেহাত কম নয়। আনুমানিক ৪ বিলিয়ন ডলার ক্ষতির হিসাব দিয়েছে বিভিন্ন সূত্র।

করাচি শেয়ারবাজারে ধস: ২.৫ বিলিয়ন ডলার

পিএসএল স্থগিত হওয়ায় ক্ষতি ১০ মিলিয়ন ডলার

আকাশসীমা বন্ধ থাকায় ক্ষতি ২০ মিলিয়ন ডলার

সামরিক ব্যয় ও ড্রোন ব্যবহারে ক্ষতি ৩০০ মিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে

এদিকে দুই পারমানবিক ক্ষমতাধর দেধেম যুদ্ধের বিষয়ে বিশ্লেষকরা জানান, এই যুদ্ধ দেখিয়ে দিয়েছে আধুনিক সংঘর্ষ মানেই শুধু গুলি নয়—এর বড় আঘাত পড়ে অর্থনীতিতে। ঘণ্টায় এক বিলিয়ন ডলারেরও বেশি ক্ষতির হিসাব প্রমাণ করে, এমন সীমিত সময়ের সংঘর্ষও কতটা ভয়াবহ প্রভাব ফেলতে পারে।

তাদের ভাষায়, এখনকার যুদ্ধ শুধু রণাঙ্গনে নয়—শেয়ারবাজার, প্রযুক্তি, বিনিয়োগ ও মানুষের মনস্তত্ত্বেও এর ছায়া পড়ে।

এসএস//
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি