ঢাকা, মঙ্গলবার   ১২ আগস্ট ২০২৫

আবারও ইরানে হামলার হুমকি ট্রাম্পের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:২৮, ২৫ জুন ২০২৫

Ekushey Television Ltd.

ইরান যদি ফের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি চালু করে, তবে যুক্তরাষ্ট্র আবার হামলা চালাবে—এমন হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। বুধবার (২৫ জুন) নেদারল্যান্ডসের হেগে পশ্চিমা সামরিক জোট নেটোর সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন কথা বলেন তিনি। 

ইরান পারমাণবিক কর্মসূচিতে আবার ফিরবে কি না—এমন এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘‘আমি মনে করি না তারা আবার কখনও এটি (পারমাণবিক কর্মসূচি) করবে।’’

ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্রের হামলার পর ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর যা অবস্থা হয়েছে, তাতে সেগুলোতে পুনরায় কাজ শুরু করা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে।

যদিও মার্কিন গোয়েন্দা সংস্থার এক গোপন প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি ধ্বংস হয়নি—মাত্র কয়েক মাস পিছিয়ে দেওয়া গেছে।

তবে এই দাবি প্রত্যাখ্যান করে ট্রাম্প বলেন, ‘‘এটি কেবল প্রাথমিক একটি অসমাপ্ত গোয়েন্দা প্রতিবেদন। আসলে যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি কয়েক দশক পিছিয়ে গেছে। তারা সত্যিই জানেন না।’’

তিনি আরও বলেন, ‘‘আমরা এটা না করলে তারা প্রচুর অস্ত্র তৈরি চালিয়ে যেত। তারা স্থির হত না।’’

ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, হামলার পর ইরান তাদের বিধ্বস্ত স্থাপনাগুলো ঘুরে দেখে বলেছে, সবকিছু ভেঙে গেছে। এরপরই তারা নতুন করে কিছু করার চিন্তা থেকে সরে এসেছে।

এসএস//
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি