ঢাকা, বুধবার   ০৯ জুলাই ২০২৫

বরখাস্তের কয়েক ঘণ্টার মধ্যে রুশ মন্ত্রীর মরদেহ উদ্ধার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৪৮, ৮ জুলাই ২০২৫ | আপডেট: ১৪:০৪, ৮ জুলাই ২০২৫

Ekushey Television Ltd.

রাশিয়ার পরিবহন মন্ত্রী রোমান সাতভারভকে সোমবার বরখাস্ত করেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর কয়েক ঘণ্টার মধ্যে তার মরদেহ পাওয়া গেছে।

সাতভারভকে মৃত অবস্থায় পাওয়া গেছে বলে জানিয়েছে তদন্ত কমিটি। তিনি নিজেকে নিজেই গুলি করেছেন বলে মনে করছে কমিটি।

মঙ্গলবার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

তবে তাকে বরখাস্তের কোন কারণ জানানো হয়নি। এর কিছুক্ষণ পরই উপ-পরিবহনমন্ত্রী আন্দ্রেই নিকিতিনকে তার উত্তরসূরি হিসেবে নিযুক্ত করা হয়।

তার মৃত্যুর ঘটনাটি তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে তদন্ত কমিটি।

২০২৪ সালের মে মাসে সাতভারভ পরিবহন মন্ত্রীর দায়িত্ব পান। এর আগে নয় বছর কুরস্কের গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। পরিবহন মন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর মে মাসেই গভর্নরের পদ ছেড়ে দেন।

সোমবার সাতভারভের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার আগে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভকে সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন, বরখাস্তের অর্থ কি? পুতিন কি তার ওপর আস্থা হারিয়ে ফেলেছেন?

পেসকভ জবাব দিয়েছিলেন, “বিশ্বাস হারানোর কথা তখনই বলা হয় যখন সত্যিকার অর্থে বিশ্বাস হারানো হয়। ক্রেমলিনের বিবৃতিতে এমন কোনও বাক্যাংশ ব্যবহার করা হয়নি।”

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি