জাপানে ৬.৭ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা
প্রকাশিত : ১৮:১৬, ৯ নভেম্বর ২০২৫
জাপানে ৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রোববার (৯ নভেম্বর) স্থানীয় সময় সন্ধ্যার দিকে ভূমিকম্পের পর উত্তর প্রশান্ত মহাসাগরীয় উপকূলে ছোট ছোট সুনামির ঢেউ দেখা দিয়েছে।
জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে, প্রশাসনিক অঞ্চল ইওয়াতের উপকূলে সুনামির সতর্কতা জারি করা হয়েছে। সতর্কবার্তায় বলা হয়েছে, যে কোনো মুহূর্তে ঢেউ আসতে পারে।
এদিকে, মার্কিন ভূতাত্ত্বিক জরিপ ভূমিকম্পের মাত্রা ৬.৮ পরিমাপ করেছে।
জাপানের আবহাওয়া সংস্থা জানায়, মূল ভূমিকম্পের পরে ৫.৩ থেকে ৬.৩ মাত্রার আফটারশকও আঘাত হেনেছে।
এর আগে রোববার সকালের দিকেও ইওয়াতে অঞ্চলে ৪.৮ থেকে ৫.৮ মাত্রার ছয়টি উপকূলীয় ভূমিকম্প অনুভূত হয়। এগুলো ভূমিতে খুব একটা অনুভূত হয়নি।
উল্লেখ্য, ২০১১ সালে সমুদ্রের তলদেশে ৯.০ মাত্রার এক বিশাল ভূমিকম্পের স্মৃতি এখনো এই অঞ্চলকে তাড়া করে বেড়াচ্ছে। এর ফলে সৃষ্ট সুনামির তাণ্ডবে প্রায় ১৮ হাজার ৫০০ মানুষ মারা যায় বা নিখোঁজ হয়েছিল।
এমআর//
আরও পড়ুন










