ঢাকা, সোমবার   ১৯ জানুয়ারি ২০২৬

স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, নিহত অন্তত ২১

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:২৭, ১৯ জানুয়ারি ২০২৬

Ekushey Television Ltd.

দক্ষিণ স্পেনের কর্ডোবা শহরের কাছে রোববার দুটি দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে কমপক্ষে ২১ জন নিহত এবং ৭০ জনেরও বেশি আহত হয়েছে বলে দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

সোমবার (১৯ জানুয়ারি) সংবাদমাধ্যম সিনহুয়া এর এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। 

প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় রোববার সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে মালাগা থেকে মাদ্রিদগামী একটি হাই-স্পিড ট্রেন কর্দোবা থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে আদামুজ এলাকার কাছে লাইনচ্যুত হয়। ওই ট্রেনে ৩১৭ জন যাত্রী ছিলেন। লাইনচ্যুত ট্রেনটি পাশের লাইনে চলাচলরত মাদ্রিদ-হুয়েলভাগামী আরেকটি হাই-স্পিড ট্রেনের সঙ্গে ধাক্কা খায়। এতে দ্বিতীয় ট্রেনটিও লাইনচ্যুত হয়।

দুর্ঘটনার পর আন্দালুসিয়া অঞ্চলের জরুরি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। স্থানীয় বাসিন্দারাও আহতদের সহায়তা করেন। উদ্ধারকাজে স্পেনের সামরিক জরুরি ইউনিটও অংশ নেয়।

স্পেনের পরিবহণমন্ত্রী অস্কার পুয়েন্তে বলেছেন, গুরুতর আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর আগে কয়েকটি গণমাধ্যমে নিহতের সংখ্যা ২৫ বলা হয়েছিল। 

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। এক বার্তায় তিনি বলেন, ‘এই মর্মান্তিক রেল দুর্ঘটনার কারণে দেশ আজ গভীর বেদনায় রয়েছে।’ এ ঘটনায় রাজপরিবারও নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।

উল্লেখ্য, স্পেনে সবচেয়ে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটে ২০১৩ সালে। সে সময় একটি ট্রেন দুর্ঘটনায় ৭৯ জন নিহত হয়েছিলেন।

এমআর// 
 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি