ঢাকা, মঙ্গলবার   ১১ নভেম্বর ২০২৫

লাখো মুসল্লির সমাগম আরাফাত ময়দানে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:০২, ৩১ আগস্ট ২০১৭ | আপডেট: ১২:১২, ১ সেপ্টেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা লাখো হজযাত্রীর সমাগমে মুখরিত মক্কার উপকণ্ঠে অবস্থিত আরাফাত ময়দান। বৃহস্পতিবার দিনভর হাজীরা আরাফাত ময়দানে হাজির হয়ে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত করেন।

সাদা পোষাকে হাজীরা বুধবার রাত থেকে মিনায় আসতে শুরু করেন। বৃহস্পতিবার দিনভর তারা মিনায় অবস্থান করেন।

মাথার উপরে ছাতা থাকলেও মক্কার তাপমাত্রায় পায়ে ফোস্কা পড়ে অনেকের। কারণ প্রায় দিন দুপুরে এ অঞ্চলের তাপমাত্র ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায়। এ সময় অনেক হাজি পায়ে হেঁটে জাবেল রাহমা পাহাড়ে আরোহন করেন।

প্রায় ২০ লাখ হাজী সন্ধ্যা পর্যন্ত আরাফাতে অবস্থান করেন এবং মহান আল্লাহপাকের কাছে ক্ষমাপ্রার্থনা করেন।

অনুমোদিত স্বেচ্ছাসেবীরা হাজীদের জন্য বিনামূল্যে খাবারের ব্যবস্থা করেন। নিরাপত্তাকর্মীরা যে কোনো ধরণের অনাকাঙ্খিত পরিস্থিতি এড়াতে ড্রোন এবং হেলিকপ্টারে পুরো এলাকা পর্যবেক্ষণ করেন।  এ দিন সন্ধ্যায় আরাফাত থেকে প্রথম ট্রেনটি স্থানীয় সময় ৬টা ৩৮ মিনিটে ছাড়ে।

হজের পরের ধাপে মুজদালিফায় রাত কাটাবেন হাজীরা। সেখানে তারা শয়তানকে লক্ষ করে ছুড়ে মারার জন্য পাথর সংগ্রহ করবেন। সূত্র : আরব নিউজ।

ডব্লিউএন


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি