ঢাকা, মঙ্গলবার   ০৮ জুলাই ২০২৫

ট্রাম্পকে এবার বিকারগ্রস্থ বললেন উন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪১, ২২ সেপ্টেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া ভাষণের তীব্র নিন্দা জানিয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। সরকারি গণমাধ্যমকে দেওয়া এক বিবৃতিতে ট্রাম্পকে ‘মবিকৃত মস্তিষ্কের’ বলে অভিহিত করেন উন। জাতিসংঘে দেওয়া ভাষণের জন্য ট্রাম্পকে চড়া মূল্য দিতে হবে বলেও জানান তিনি। উন বলেন. আমাকে এবং আমার দেশকে যেভাবে  ট্রাম্প হেয় প্রতিপন্ন করেছেন তা মোটেও কাম্য নয় । খবর বিবিসির।

এর আগে ট্রাম্পের বক্তব্যকে অগ্রাহ্য করে উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী রি ইয়ং-হো ট্রাম্পের হুশিয়ারিকে কুকুরের ঘেউ ঘেউ এর সঙ্গে তুলনা করেন । উত্তর কোরিয়ার সরকারি সংবাদ সংস্থা কেসিএনএকে  দেওয়া এক বিবৃতিতে শুক্রবর কিম বলেন, ‘ট্রাম্পের বক্তব্য আমাকে পারমাণবিক পরীক্ষার বিষয়ে আরোও বেশি  উৎসহিত করেছে।’

বিবিসির খবরে বলা হয়েছে, গত মঙ্গলবারের ওই ভাষণে ট্রাম্প বলেন, যদি যুক্তরাষ্ট্রকে আত্মরক্ষার চেষ্টা করতে বাধ্য করা হয় তাহলে তারা উত্তর কোরিয়াকে পুরোপুরি ধ্বংস করে দেবে। ট্রাম্প ব্যঙ্গ করে কিম জং উনকে বলেন, ‘রকেট মানব’।

উত্তর কোরিয়ার সরকারি সংবাদ সংস্থা কেসিএনএকে ইংরেজিতে দেওয়া এক বিবৃতিতে কিম বলেন, ‘ট্রাম্পের মন্তব্য আমাকে ভীত হওয়ার চেয়ে উৎসাহিত করেছে। আমার মনে হচ্ছে আমি ঠিক পথে আছি। আর এই পথেই শেষ পর্যন্ত আমাকে থাকতে হবে।’ তিনি আরও বলেন, ‘এখন ট্রাম্প বিশ্বের সামনে আমাকে অপমান করতে চাইছেন। তিনি সবচেয়ে সহিংস যুদ্ধের হুমকি দিয়েছেন।’

ট্রাম্প বৃহস্পতিবার উত্তর কোরিয়ায় নিষেধাজ্ঞা জোরদার করতে নতুন নির্বাহী আদেশে সই করেছেন।

এম

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি