ঢাকা, মঙ্গলবার   ০৮ জুলাই ২০২৫

নারীদের নিয়ে মন্তব্য করায় নিষিদ্ধ হলেন সৌদি ইমাম

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২৩, ২৩ সেপ্টেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

নারীদের নিয়ে মন্তব্য করায় সৌদি আরবের দক্ষিণ পশ্চিমের আসির অঞ্চলে ধর্মীয় কর্তৃপক্ষের প্রধান শেখ হাজারিকে ধর্মপ্রচার থেকে নিষিদ্ধ করা হয়েছে। আসির অঞ্চলের গর্ভনর তাকে নিষিদ্ধ করেন।

শেখ সাদ আল হাজারি নামের ওই ইমাম নারীদের বোকা এবং গাড়ি চালানোর জন্য যথেষ্ট বুদ্ধি নেই বলে মন্তব্য করেন। তিনি বলেন, নারীদের মাথায় এমনিতেই অর্ধেক বুদ্ধি আছে, আর কেনাকাটার পর তাদের মাত্র ২৫ শতাংশ বুদ্ধি বজায় থাকে। সম্প্রতি এক আলোচনার সময় এমন মন্তব্য করেন তিনি।

তার এই মন্তব্যের ভিডিও ইন্টারনেটে ভাইরাল হয়ে পড়ে ও ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। এরই প্রেক্ষাপটে আসির অঞ্চলের গভর্নর শেখ হাজারিকে ধর্মপ্রচার এবং অন্যান্য যে কোনো ধর্মীয় কার্যক্রম থেকে নিষিদ্ধ ঘোষণা করেন।

উল্লেখ্য, সৌদি আরবে নারীরা গাড়ি চালাতে পারে না। যদিও দেশটিতে কোনো আইনে নেই যে নারীদের গাড়ি চালানো নিষিদ্ধ।

সূত্র: বিবিসি।

/আর/এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি