ঢাকা, রবিবার   ১৯ মে ২০২৪

প্রধানমন্ত্রী থাকছেন হারিরি-ই !

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৩৩, ৬ ডিসেম্বর ২০১৭ | আপডেট: ১৩:৪০, ৬ ডিসেম্বর ২০১৭

লেবাননের প্রধানমন্ত্রী সাদ হারিরি আগেই ঘোষণা দিয়েছিলেন পদত্যাগ করছেন না। এবার আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র প্রত্যাহার করেছেন তিনি। এর মধ্যদিয়ে আবারও দেশটির প্রধানমন্ত্রী হচ্ছেন সাদ-হারিরি।

গত ৪ নভেম্বর সৌদি সফরে গিয়ে আকস্মিক পদত্যাগের ঘোষণা দেন হারিরি। পদত্যাগের কারণ হিসেবে ইরান সমর্থিত শিয়াপন্থী সংগঠন হিজবুল্লাহকে দায়ী করেন তিনি। তবে বিশ্লেষকদের দাবি, সৌদি আরবের চাপেই পদত্যাগ করেছেন তাদের মিত্র হারিরি। হিজবুল্লাহর মুখোমুখি হতে ব্যর্থ হওয়ায় তাকে সরিয়ে দিয়েছে সৌদি কর্তৃপক্ষ।

তবে তার পদত্যাগের সিদ্ধান্ত মেনে নেননি প্রেসিডেন্ট মিশেল আউন। হারিরির দেশে ফেরার পরই পদত্যাগপত্র বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছিলেন তিনি। এরপর দেশে ফিরেই সাদ হারিরি পদত্যাগ পত্র প্রত্যাহারের ঘোষণা দেন।

মন্ত্রিসভা থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, সমস্ত রাজনৈতিক দল সিদ্ধান্ত নিয়েছে যে, লেবাননের রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্কের স্বার্থে যেকোনো ধরনের দ্বন্দ্ব-সংঘাত, যুদ্ধ এঁড়িয়ে চলবে দেশটি।

সূত্র: রয়টার্স

এমজে / এআর

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি