ঢাকা, মঙ্গলবার   ১৩ মে ২০২৫

চীনে অগ্নিকাণ্ড থেকে বাঁচতে ‘টম ক্রুজ’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৩৯, ১৬ ডিসেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

চীনে অগ্নিকাণ্ড থেকে বাঁচতে ২৩ তলা ভবনের এক বাসিন্দা টম ক্রুজ হয়ে গেছিলেন সাময়িক সময়ের জন্য। এই ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে।

জানা যায়, গত ১৩ ডিসেম্বর একটি ২৩ তলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ওই ভবনের উপরের তলায় আগুন লেগে যায়। আগুন থেকে বাঁচতে ওই তরুণ ভবনের বেলকুনি বেয়ে বাইরে বেরিয়ে আসে। তবে এত উুঁচু ভবন থেকে কোন ভাবেই নিচে নামা সম্ভব নয় জেনে, ওই তরুণ ঝুলে পড়েন বেলকুনির রড ধরে। পরে ‘মিশন ইম্পসিবল’ মুভির নায়ক টম ক্রুজেরে মতো করে নিচের তলার কাচের জানালা ভাঙ্গার চেষ্টা করেন তিনি।

ওই সময় উপর থেকে তাঁর গায়ের উপর আগুনের হলকা পড়তে দেখা গেছে। তবে ওই তরুণ দমে যাননি । চেষ্টা চালিয়ে যান। তবে শত চেষ্টা করেও কাঁচের জানালা ভাঙ্গতে পারছিলেন না। অবশেষে ঘটনাটি ফায়ার সার্ভিসের কর্মীদের জানালে তারা এসে ওই তলার কাচ ভেঙ্গে তাকে উদ্ধার করে। তবে ওই তরুণের কোন ক্ষতি হয়নি বলে জানা গেছে।

নিচেও ভিডিওর লিঙ্ক: https://www.facebook.com/shanghaiist/videos/10156449915166030/

সূত্র: এনডিটিভি

এমজে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি