ঢাকা, শনিবার   ০৪ মে ২০২৪

মিশরের গির্জায় গুলাগুলি, নিহত ১০

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৫১, ২৯ ডিসেম্বর ২০১৭ | আপডেট: ১৮:৫৪, ২৯ ডিসেম্বর ২০১৭

মিশরের রাজধানী কায়রোতে একটি গির্জায় হামলা চালিয়ে কমপক্ষে ১০ বেসামরিক নাগরিককে হত্যা করেছে দুবৃর্ত্তরা।

দক্ষিণ কায়রোর হেলওয়ান শহরের বিখ্যাত গির্জা মার মিনা চার্চে ঢুকে ওই সন্ত্রাসী গুলি চালালে ঘটনাস্থলেই ১০জন নিহত হয়েছে। আহত হয়েছে ডজন খানেকেরও বেশি মানুষ। হামলার পরপরই নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাকে গুলি করে হত্যা করে।

এখন পর্য্ন্ত কোনো সন্ত্রাসী সংগঠন এ হামলার দায় স্বীকার করেনি। এই হামলাকে দেশটির সঙ্কটের একটি অংশ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। গত তিন বছরে দেশটিতে দুই হাজারেরও বেশি হামলার ঘটনা ঘটেছে।

গত ২৪ অক্টোবর মিশরের সিনাই উপদ্বীপের একটি মসজিদে হামলা চালিয়ে ২৩৫ মুসল্লীকে হত্যা করে সন্ত্রাসীরা। ওই হামলারও কেউ দায় স্বীকার করেনি। তবে দেশটির প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি এ ঘটনাকে আইএসের হামলা বলে অভিযোগ করেন।

বিশ্লেষকরা বলছেন, দুটি কারণে দেশটি বারবার নিরাপত্তার হুমকিতে পড়ছে। ২০১৩ সালের পর থেকে দেশটিতে বিরোধী দলগুলো দলনের ফলে বিরোধীরা সন্ত্রাসবাদের দিকে ঝুঁকছে। এতে সন্ত্রাসী সংগঠনগুলো আরও তৎপর হয়ে উঠছে বলেও মত দেন তারা।

 

সূত্র: আল-জাজিরা

এমজে/এমআর


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি