ঢাকা, শুক্রবার   ০৯ মে ২০২৫

জর্দানে প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাও বিক্ষোভকারীদের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০৪, ৪ জুন ২০১৮ | আপডেট: ১১:১৫, ৪ জুন ২০১৮

Ekushey Television Ltd.

জর্দানে স্মরণকালের সবচেয়ে বড় সরকার বিরোধী বিক্ষোভে নেমেছে বিক্ষোভকারীরা। গত চারদিন ধরেই রাজধানী আম্মানে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনের রাস্তা বন্ধ করে রেখেছে হাজার হাজার বিক্ষোভকারী। মূলত দাম বৃদ্ধির প্রতিবাদে আন্দোলনে নামলেও, আন্দোলন ক্রমান্বয়ে সরকার বিরোধী বিক্ষোভে রূপ নিয়েছে।

এদিকে মন্ত্রীসভা কার্যালয়ের সামনে জড়ো হয়ে আন্দোলনকারীদের প্রধানমন্ত্রী হানি মুলকির পদত্যাগ দাবিতে স্লোগান দিতে দেখা গেছে। গত মাসে দেশটির পার্লামেন্টে শুল্ক বিল উত্থাপনের পর থেকেই দেশটিতে অসন্তোষ দেখা দেয়। আন্দোলনকারীরা বলছেন, কেবল সংসদ থেকে ওই বিল বাতিল হলেই তারা ওই এলাকা ছেড়ে যাবেন। নয়তো আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন বিক্ষোভকারীরা।

এদিকে আন্দোলনকারীরা সরকারি ভবনগুলোর দিকে যেতে চাইলে পুলিশ তাদের বাধা দেয়। পুলিশের বাধা দেওয়ার ঘটনাকে লজ্জাজনক বলে আখ্যায়িত করেছেন তারা। তারা বলেন, ‘আমাদের দাবি যৌক্তিক। আমরা দুর্নীতির বিরুদ্ধে লড়াই করে যাবো।’ শুধু তাই নয়, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বাদশা আবদুল্লাহক (২)কে সরকারের পদক্ষেপে হস্তক্ষেপ করার দাবি জানিয়েছে তারা।

আল-জাজিরা জানিয়েছে, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে অন্তত ৩ হাজার বিক্ষোভকারী অবস্থান নিয়েছে। দেশটির ট্রেড ইউনিয়নগুলো সরকারের এ বিলের বিরোধীতা করে আন্দোলনকারীদের রাস্তায় নেমে আসার আহ্বান জানানোর পরই তারা রাস্তায় নেমে আসে।

সূত্র: আল-জাজিরা
এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি