ঢাকা, শুক্রবার   ০৯ মে ২০২৫

মোজাম্বিকে ছুরিকাঘাতে নিহত ৭

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:২৫, ৬ জুন ২০১৮ | আপডেট: ০৯:৫১, ৬ জুন ২০১৮

Ekushey Television Ltd.

উত্তর মোজাম্বিকে দুবৃত্তদের ছুরিকাঘাতে অন্তত ৭ জন নিহত হয়েছেন। এতে আহত হয়ছেন আরও অন্তত ২০ জন। শুধু তাই নয়, হামলাকারীরা বেশ কয়েকটি বাড়ি পুড়িয়ে দিয়েছে। ওই এলাকায় গত কয়েকদিন ধরেই সিরিজ হামলা হয়ে আসছে।

কাবু দেলগাডো প্রদেশে গত অক্টোবর থেকেই বেসামরিক নাগরিক ও আইন-শৃঙ্খল বাহিনীর উপর হামলার ঘটনা ঘটে আসছে। পুলিশের মুখপাত্র ইনাসিও দিনা এএফপিকে বলেন, হামলার ধরণ দেখে মনে হচ্ছে, গত মে মাসে ১০ গলা কেটে যারা হত্যা করেছিল, তারাই এ হামলার সঙ্গে জড়িত।

হামলাকারীরা ১৬৪টি বাড়ি পুড়িয়ে দিয়েছে। পাশাপাশি ৪টি গাড়ি ভাঙচুর করেছে তারা। স্থানীয়রা জানিয়েছেন, হামলাকারীরা জঙ্গিগোষ্ঠী আল-শাবাবের সদস্য।

সূত্র: আল-জাজিরা
এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি