ঢাকা, শনিবার   ২৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নতুন ছবিতে সৌদি যুবরাজ সালমান  

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:৫১, ৮ জুন ২০১৮

Ekushey Television Ltd.

সৌদি আরবের রাজধানী রিয়াদে গত ২১ এপ্রিল রাজপ্রাসাদের বাইরে গোলাগুলির ঘটনায় সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান গুলিবিদ্ধ হওয়ার খবর ছড়িয়ে পরার পর তাকে বহুদিন প্রকাশ্যে দেখা যায়নি।

যুবরাজ মোহাম্মদকে নিয়ে প্রকাশিত খবর উড়িয়ে দিয়ে ছবি ও ভিডিও প্রকাশ করে দেশটি। এতে তাকে বিভিন্ন বৈঠকে আলোচনা করতেও দেখা গেছে।  

এসব খবরের মধ্যেই বাহরাইনে যুবরাজ হামাদ বিন ইসা আল খলিফা সৌদি আরব সফরে যান। মোহাম্মদ বিন সালমানের সঙ্গে তার বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে তারা আলোচনা করেন।

এই ছবিতে দেখা যায়, বাহরাইনের সিংহাসনের উত্তরসূরি সালমান বিন হামাদ বিন ইসা আল খলিফাকে (মাঝে) শুক্রবার রাজপ্রাসাদে স্বাগত জানাচ্ছেন সৌদি আরবে তার সমকক্ষ মোহাম্মদ বিন সালমান।

অন্য ছবিতে রাজকীয় প্রাসাদে বাহরাইনে তার সমকক্ষ সালমান বিন ইসা আল খালিফার সঙ্গে বৈঠকে মোহাম্মদ বিন সালমান।

কেআই/এসি 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি