ঢাকা, শুক্রবার   ০৯ মে ২০২৫

ভিডিও

আদালত থেকে বেরিয়ে নাচ-গানে মাতালেন জিম্বাবুয়ের সাবেক প্রেসিডেন্ট

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:১৮, ৯ জুন ২০১৮ | আপডেট: ১৩:১৯, ৯ জুন ২০১৮

Ekushey Television Ltd.

দুর্নীতির মামলায় আদালতে হাজিরা দিয়ে বেরিয়ে নেচে-গেয়ে  সমর্থকদের মাত করলেন দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমা। এই নাচ-গানের ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
টানা নয় বছর ক্ষমতায় থাকার পর দুর্নীতির নানা অভিযোগের মুখে দলের নির্দেশে সম্প্রতি প্রেসিডেন্টের পদ ছাড়তে বাধ্য হন জুমা; প্রেসিডেন্টের দায়িত্ব নেন সিরিল রামাফোসা।
গত ফেব্রুয়ারিতে ক্ষমতাচ্যুত ৭৬ বছর বয়সী জুমা দুর্নীতি, অর্থ পাচারের অভিযোগে ১৬টি মামলায় এখন বিচারের মুখোমুখি, যদিও এসব মামলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে তার দাবি।
শুক্রবার ডারবান হাইকোর্টে এমনই একটি মামলায় হাজিরা ছিল জুমার। এই মামলায় তার বিরুদ্ধে আড়াইশ’ কোটি ডলারের অস্ত্র কেনায় অনিয়মের অভিযোগ আনা হয়েছে। গত শতকের ৯০ এর দশকে এই সমরাস্ত্র কেনার সময় জুমা ছিলেন দেশটির উপ-রাষ্ট্রপতি।
আদালতে মামলাটির বিচার শুরুর দিন ঠিক করার শুনানি যখন চলছিল, তখন বাইরে ছিল জুমার সমর্থকদের ভিড়। তারা জুমা-জুমা স্লোগানে সমর্থন প্রকাশ করছিলেন আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের এই নেতার প্রতি।
জুমা আদালত থেকে বেরিয়ে আসার পর সমর্থকদের একটি সমাবেশে যোগ দেন। সেখানেই নেচে, গেয়ে নিজের নির্দোষিতার কথা বলেন তিনি।

ভিডিও দেখতে ক্লিক করুন


সূত্র : ডেইলি মেইল
/ এআর /


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি