নিজ দেশেই খবর নেই মেসিদের
প্রকাশিত : ১৩:৩৬, ২৬ জুন ২০১৮
লিওনেল মেসিরা বিশ্বকাপে আছেন কোণঠাসা হয়ে। আজকের ম্যাচে হারলে অথবা ড্র করলেই ধরতে হবে বাড়ির টিকিট। এতে অনেক ফুটবলপ্রেমীরই ঘুম হারাম। তবে বিশ্বকাপে মেসির থাকা না থাকা নিয়ে কিছু যায় আসে না দেশটির শ্রমিকদের। তারা বরং রাস্তায় আছেন বেতন বাড়ানোর দাবিতে।
বেতন বৃদ্ধির দাবিতে ২৪ ঘণ্টার হরতালের ডাক দেয় শ্রমিকরা। এতে দেশটিতে অচলাবস্থা নেমে আসে। এদিকে আইএমের সঙ্গে দেশটির ৫০ বিলিয়ন ডলার চুক্তির তীব্র বিরোধীতা করেছে শ্রমিকরা। তাদের দাবি দেশের অর্থনীতির অবস্থা যখন নাজুক, তখন দেশটির প্রেসিডেন্ট ৫০ বিলিয়ন ডলার অনুদানের চুক্তি করেছে।
এদিকে দেশটির ট্রেড ইউনিয়ন এই আন্দোলনে সমর্থন যুগিয়েছে। এতে দেশটির বাস, ট্রেন ও নৌ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। শুধু সড়ক বা নৌ পথ-ই নয়, আকাশপথেও যোগাযোগ বিচ্ছিন্ন ছিল। এতে ৬০০টি ফ্লাইটের যাত্রা বাতিল করতে বাধ্য হয় বিমান কর্তৃপক্ষ।
দেশটির মুদ্রাস্ফীতি যখন ২৬ শতাংশ বেড়েছে, তখন সরকারি কর্মচারীদের বেতন কাঠামো ১৫ শতাংশের বেশি না বাড়ানোর সিদ্ধান্ত নেয় সরকার।
সূত্র: আল-জাজিরা
এমজে/
আরও পড়ুন










