ঢাকা, সোমবার   ১৭ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

লিবিয়া উপকূল থেকে ২০০ শরণার্থী উদ্ধার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৪২, ২৭ জুন ২০১৮

Ekushey Television Ltd.

লিবিয়া উপকূল থেকে ২০০ শরণার্থীকে উদ্ধার করেছে দেশটির কোস্টগার্ড। লিবিয়ার নৌ বাহিনী বিষয়টি নিশ্চিত করেছে। এক বিবৃতিতে নৌ বাহিনীর নিয়ন্ত্রিত দেশটির সরকার জানিয়েছে, লিবিয়া উপকূলের ২৫ মাইল দূর থেকে তাদের উদ্ধার করা হয়েছে।

উদ্ধার হওয়া সবাই আফ্রিকান নাগরিক বলে জানা গেছে। উল্লেখ্য, এ বছর ইউরোপে পাড়ি দিতে গিয়ে ভূমধ্যসাগরে নৌকাডুবিতে অন্তত ৭৮৫ জন অভিবাসীর প্রাণহানির ঘটনা ঘটেছে। আন্তর্জাতিক অভিবাসী সংস্থা এ তথ্যের নিশ্চয়তা দিয়েছেন।

লিবিয়ার নৌ বাহিনী জানিয়েছে, গত বছর ১৬ হাজারেরও বেশি অভিবাসীকে উদ্ধার করে দেশটির নৌ বাহিনী। ২০১১ সালের পর থেকে লিবিয়া উপকূল দিয়ে ইউরোপে পাড়ি দেওয়ার হার ব্যপকমাত্রায় বেড়ে গেছে।

সূত্র: আনাদুলো নিউজ
এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি