ঢাকা, বৃহস্পতিবার   ০৯ মে ২০২৪

তাপদাহে কানাডায় ৫৪ জনের মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৩৬, ৭ জুলাই ২০১৮ | আপডেট: ১৭:৫৫, ৭ জুলাই ২০১৮

কানাডার পূর্বাঞ্চলে সপ্তাহব্যাপী চলা তাপপ্রবাহে এখন পর্যন্ত মৃতের সংখ্যা ৫৪ জনে দাঁড়িয়েছে। স্থানীয় সময় গতকাল শুক্রবার সংশ্লিষ্ট কর্মকর্তারা এ কথা জানিযেছেন।

জানা গেছে, ভয়াবহ এই তাপপ্রবাহে মৃতের মধ্যে বেশির ভাগই মন্ট্রিয়ল অঞ্চলের অধিবাসী। এখন পর্যন্ত এ অঞ্চলে ২৮ জনের মৃত্যু হয়েছে বলে সংবাদ সংস্থা এএফপিকে জানিয়েছে মন্ট্রিয়লের স্বাস্থ্য বিষয়ক কর্তৃপক্ষ।

আক্রান্ত অন্যরা কুইবেক প্রদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের অধিবাসী বলে জানিয়েছে প্রাদেশিক স্বাস্থ্য মন্ত্রণালয়। মন্ট্রিয়লের পার্শ্ববর্তী ওন্টারিও প্রদেশে তাপদাহ চলমান থাকলেও এখন পর্যন্ত কোনো মৃত্যুর সংবাদ পাওয়া যায়নি।

মন্ট্রিয়লের গণস্বাস্থ্যবিষয়ক পরিচালক মায়লিন ড্রুয়িন বলেন, এ এলাকায় আক্রান্তদের বেশির ভাগই ৫০ বা তাঁর বেশি বছর বয়সী পুরুষ, শীতাতপ নিয়ন্ত্রিত না হওয়ায় তাঁদের বসবাসের জায়গাগুলো ছিল বিপজ্জনক।

সূত্র- এনডিটিভি।

আরকে//

 

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি