ঢাকা, সোমবার   ২৯ এপ্রিল ২০২৪

হেক্সাগনকে বহিষ্কার করেছে ফেসবুক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৪৫, ২১ জুলাই ২০১৮

যুক্তরাষ্ট্রভিত্তিক একটি গবেষণা প্রতিষ্ঠানকে নিজেদের ডাটা ব্যবহার থেকে বহিষ্কার করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমের জায়ান্ট প্রতিষ্ঠান ফেসবুক। , ব্যবহারকারীদের দেওয়া তথ্য ও ডাটা ফেসবুক অন্যকাজে ব্যবহার করছে, এমন অভিযোগে প্রতিষ্ঠানটি ফেসবুকের তথ্য বিশ্লেষণ করছিল।

যুক্তরাষ্ট্রের বোস্টনভিত্তিক প্রতিষ্ঠান ক্রিমসন হেক্সাগন জানিয়েছে, তারা বিশ্বব্যাপী বিভিন্ন দেশের সরকারের সঙ্গে আলাপ করেছে। ফেসবুক জানিয়েছে, ওই সরকারগুলোর সঙ্গে করা ক্রিমসন হেক্সাগনের চুক্তি এই নীতির পরিপন্থী। আর ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমের নীতি লঙ্ঘিত হয়েছে কি না, তা খতিয়ে দেখতেই প্রতিষ্ঠানটি এই উদ্যোগ নিয়েছে।

এদিকে ওয়ালস্ট্রিট জার্নাল জানিয়েছে, ক্রিমসন হেক্সাগন যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি সরকারি অ্যাজেন্সির সঙ্গে চুক্তি করেছে। এ ছাড়া রুশ প্রতিষ্ঠানের সঙ্গেও চু্ক্তি রয়েছে প্রতিষ্ঠানটির। ২০১৭ সালের মার্চে ফেসবুক তার ব্যবহারকারীদের ডাটা সরকারের জন্য ব্যবহার নিষিদ্ধ করে।

এমজে/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি