ঢাকা, সোমবার   ২৮ এপ্রিল ২০২৫

আকাশ থেকে সাগরে নামলো বিমান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৫১, ২৮ সেপ্টেম্বর ২০১৮ | আপডেট: ১৫:১৩, ২৮ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় দ্বীপাঞ্চল মাইক্রোনেশিয়ায় আকাশ থেকে রানওয়ের বদলে সরাসরি সাগরে গিয়ে নেমেছে একটি বিমান। আজ শুক্রবার সকালে মাইক্রোনেশিয়ার চিউয়াক আন্তর্জাতিক বিমানবন্দরে ‘এয়ার নিউগিনির’ ফ্লাইট এএনজি ৭৩ নামক বিমানটি এ দুর্ঘটনার শিকার হয়।

বিমানটিতে ৩৫ জন যাত্রী এবং ১২ জন কুরু ছিলেন। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের কারো আঘাত গুরুতর নয় বলে চিকিৎসকরা জানিয়েছেন।

বিমানবন্দরের ম্যানেজারের বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম জানায়, উড়োজাহাজটি বিমানবন্দরের দিকেই আসছিল। কিন্তু রানওয়েতে পৌঁছানোর দেড়শ গজ আগেই সেটি সাগরে নেমে পড়ে। সেখানে ঠিক কি হয়েছিল তা এই মুহূর্তে বলা সম্ভব না। আগামীকাল থেকে তদন্ত শুরু হবে। এ ঘটনার পর বিমানবন্দরের কার্যক্রম পুনরায় শুরু হয়েছে।

বিমানের এক যাত্রী জানিয়েছেন, বিমানের একটি ফুটো দিয়ে পানি ঢুকতে শুরু করেছিল। উদ্ধারকারী দল পৌঁছনোর আগে কোমর পর্যন্ত পানি হয়ে যায় কেবিনের মধ্যে। রানওয়েতে জায়গা না পেয়েই পানিতে নামতে বাধ্য হয় বিমানটি। এটি এয়ার নিউগিনির একটি বিমান।

মাইক্রোনেশিয়ার ফোনপেই দ্বীপ থেকে পাপুয়া নিউ গিনির রাজধানী পোর্ট মোরসবিতে যাচ্ছিল বিমানটি।

সূত্র : বিবিসি, রয়টার্স
টিআর/এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি