তেসলার চেয়ারম্যান পদ থেকে সড়ে দাঁড়ালেন মাস্ক
প্রকাশিত : ১৫:৩৪, ৩০ সেপ্টেম্বর ২০১৮

টেসলার চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়াতে সম্মত হয়েছেন এলন মাস্ক। মার্কিন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) করা প্রতারণা মামলায় অভিযোগের ভিত্তিতে তিনি এতে সম্মত হন।
গতকাল শনিবারের ওই সম্মতিতে একইসঙ্গে সমঝোতার অংশ হিসেবে ২০ মিলিয়ন ডলার অর্থ জরিমানাও দিতেও রাজি হয়েছেন তিনি।
শর্ত অনুযায়ী আগামী তিন বছরের মধ্যে তিনি প্রতিষ্ঠানটির চেয়ারম্যান নির্বাচিত হতে পারবেন না। তবে তিনি প্রতিষ্ঠানটির সিউও পদে থাকতে পারবেন।
টেসলা ছাড়াও মার্কিন বেসরকারি মহাকাশ গবেষণা সংস্থা স্পেসএক্স-রও প্রতিষ্ঠাতা এবং সিইও এলেন মাস্ক চলতি বছরের আগস্ট মাসে তিনি ঘোষণা দেন ইলেকট্রিক গাড়ি কোম্পানি টেসলাকে পাবলিক থেকে প্রাইভেট কম্পানিতে রূপান্তরিত করবেন।
এক টুইটে তিনি জানান, কোম্পানিটিকে ব্যক্তিগত করার জন্য তার কাছে পর্যাপ্ত অর্থ তহবিল রয়েছে। এ ঘোষণায় দেওয়া পর তার দিকে সন্দেহের দৃষ্টি ফেলেছেন বিনিয়োগকারীরা। তাদের প্রশ্ন এ অর্থ তিনি কোথায় পেলেন। কেনান কোম্পানিকে রূপান্তর করতে হলে তাকে অতিরিক্ত ৫০ বিলিয়ন ডলার খরচ করতে হবে।
ওই টুইটের পরপর টেসলারর শেয়ার মূল্য বেড়ে যায়। এসইসি’র দাবি, তহবিল নিয়ে মিথ্যা বলছেন মাস্ক।
মাস্ক তার বিরুদ্ধে আনা অভিযোগ স্বীকার বা অস্বীকার করা ছাড়াই এসইসি’র শর্ত মেনে নিয়েছেন।
এছাড়াও মাস্কের যোগাযোগের ওপর নজরদারি করতে একটি বোর্ড কমিটি গঠনের ব্যাপারেও সম্মত হয়েছে এসইসি।
তবে টেসলা এ বিষয়ে কোনও মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। প্রতিষ্ঠানটির একজন মুখপাত্র বলেছেন, মাস্ককে বোর্ডের সদস্য হিসেবে থাকার অনুমতি দেয়া হয়েছে।
সূত্র: বিবিসি, রয়টার্স
এমএইচ/
আরও পড়ুন