ঢাকা, সোমবার   ২৮ এপ্রিল ২০২৫

আজ থেকে নোবেল পুরস্কার ঘোষণা শুরু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৭:১৭, ১ অক্টোবর ২০১৮ | আপডেট: ০৯:৪০, ১ অক্টোবর ২০১৮

Ekushey Television Ltd.

প্রতি বছরের মতো এবারও আজ (১ অক্টোবর) থেকে শুরু হচ্ছে বিশ্বের সবচেয়ে সম্মানজনক নোবেল পুরস্কার দেওয়ার মৌসুম। আজ চিকিৎসাবিদ্যায় নোবেল পুরস্কার ঘোষণা করার কথা রয়েছে। এরপর পর্যায়ক্রমে অন্যান্য পুরস্কার ঘোষণা করা হবে।

তবে প্রথা ভেঙে এই প্রথমবারের মতো চলতি বছর সাহিত্যে নোবেল পুরস্কার দেওয়া হচ্ছে না বলে জানিয়েছে রয়্যাল সুইডিশ একাডেমি। তবে আগামী বছর সাহিত্যে চলতি বছরেরটিসহ দুটি পুরস্কার দেওয়া হবে।

সম্প্রতি সুইডিশ একাডেমির সদস্যদের বিরুদ্ধে যৌন কেলেঙ্কারি ও আর্থিক অনিয়মের অভিযোগ ওঠায় কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে। তবে বাকি সব পুরস্কারই আগের মতো নিয়মিত থাকছে।

সূত্র : এপি
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি