ঢাকা, মঙ্গলবার   ০১ জুলাই ২০২৫

খাশোগির সঙ্গে কি হয়েছে স্পষ্ট করুন : সৌদিকে মার্কেল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:১০, ২১ অক্টোবর ২০১৮ | আপডেট: ০৯:১০, ২১ অক্টোবর ২০১৮

Ekushey Television Ltd.

খাশোগির হত্যাকাণ্ডের ব্যাপারে সৌদি আরব শুক্রবার যে ব্যাখ্যা দিয়েছে তাকে ‘অপর্যাপ্ত’ আখ্যায়িত করে সঠিক তথ্য প্রকাশের আহ্বান জানিয়েছে বার্লিন।

শনিবার জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল ও পররাষ্ট্রমন্ত্রী হেইকো মাস এ যৌথ বিবৃতিতে এ আহ্বান জানিয়ে বলেছেন, ‘আমরা কঠোর ভাষায় এ ঘটনার নিন্দা জানাচ্ছি।’

গত ২ অক্টোবর সৌদি কনস্যুলেটে প্রবেশ করে আর বের হয়ে আসেননি সৌদি রাজতন্ত্র-বিরোধী সাংবাদিক জামাল খাশোগি। ওই কনস্যুলেটের মধ্যেই তাকে হত্যা করা হয়েছে বলে তুর্কি গোয়েন্দা সংস্থাগুলো তথ্য-প্রমাণের ভিত্তিতে ঘোষণা দিয়ে আসলেও সৌদি সরকার তা অস্বীকার করে আসছিল।

কিন্তু শুক্রবার রাতে হঠাৎ করে রিয়াদ তার ভোল পাল্টে দাবি করে, খাশোগি কনস্যুলেটের ভেতের এক ‘হাতাহাতি’র ঘটনায় নিহত হয়েছেন।

জার্মান চ্যান্সেলরের বিবৃতিতে বলা হয়, ‘আমরা খাশোগির হত্যাকাণ্ডের ব্যাপারে সুস্পষ্ট তথ্য প্রকাশ করার জন্য সৌদি আরবের প্রতি আহ্বান জানাচ্ছি। রিয়াদ এখন পর্যন্ত যেসব তথ্য দিয়েছে যা পর্যাপ্ত নয়।’

সূত্র : পার্সটুডে

এমএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি