ঢাকা, সোমবার   ২৯ এপ্রিল ২০২৪

শ্রীলংকার পার্লামেন্টে রাজাপাকসের বিরুদ্ধে অনাস্থা ভোট

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:১০, ১৪ নভেম্বর ২০১৮

শ্রীলংকার পার্লামেন্টে  মাহিন্দা রাজাপাকসের বিরুদ্ধে অনাস্থা ভোট অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার এই ভোট অনুষ্ঠিত হয়। তার বিরুদ্ধে আনা অনাস্থা ভোটে তিনি হেরে যান।  

রাজাপাকসের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাবের প্রতি সমর্থন জানিয়েছেন দেশটির ২২৫ সদস্য বিশিষ্ট পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠ আইনপ্রণেতারা। এর আগে গত ২৬ অক্টোবর রনিল বিক্রমাসিংহের স্থলে তাকে প্রধানমন্ত্রী ঘোষণা করা হয়েছিল।

তবে এর মধ্য দিয়ে পরবর্তী প্রধানমন্ত্রী নিয়োগ দেওয়ার ক্ষমতা বজায় থাকলো প্রেসিডেন্ট মাইথ্র্পিালা সিরিসেনার হাতেই।

এমন এক সময় এ ভোট অনুষ্ঠিত হলো যেখানে পার্লামেন্ট ভেঙ্গে দেওয়ার প্রেসিডেন্টের ফরমান সুপ্রিম কোর্ট এক দিন আগে বাতিল করে দিয়েছে।

তথ্যসূত্র : আল জাজিরা

এমএইচ/

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি