ঢাকা, বৃহস্পতিবার   ০২ মে ২০২৪

‘দিল্লীর সরকার পরিবর্তন হলে স্বস্তি পাবে মানুষ’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০৩, ২৮ নভেম্বর ২০১৮ | আপডেট: ১১:৪০, ২৮ নভেম্বর ২০১৮

আগামীতে দিল্লীর সরকার পরিবর্তন হলে মানুষের মুখে হাসি ফুটবে বলে মন্তব্য করেছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার পশ্চিমবঙ্গের পুরুলিয়াতে এক সভায় ভাষণ দেয়ার সময় তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, ‘আমি চাই আপনারা মনের জোর নিয়ে কাজ করুন, ভালো করে কাজ করুন। ভয় পেলে কিছু হবে না। দিল্লীর সরকার আমাকেও নানাভাবে উত্যক্ত করে। কিন্তু আমিও ওদের ছাড়িনা।’

মমতা বলেন, মানুষের ভরসা পাওয়াটাই তার কাছে মুখ্য, দিল্লীর গদি নয়। তিনি বলেন, ‘আমি যা করবো বলে কথা দেই, জীবন দিয়ে হলেও সেই কথা রাখি। কিন্তু যারা নির্বাচনের আগে একরকম পরে আরেকরকম কথা বলে আমি তাদের সঙ্গে নেই।’

কেন্দ্রীয় সরকারের নোট বাতিল (৫০০ ও ১০০০ টাকার নোট) কর্মসূচি প্রসঙ্গে মমতা বলেন, ‘নোট বাতিলের ফলে ব্যবসা সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। দেশে বেকারত্ব বেড়েছে। ছোট ব্যাবসা সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। মাঝারি ও বড় ব্যাবসাও অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক মানুষ দেশ ছেড়ে চলেও গেছেন।’ তিনি বলেন, ‘মানুষকে কষ্ট দেয়ার জন্য রাজনীতি নয়, মানুষকে ভালোবাসা দিয়ে জয় করাটাই রাজনীতি।’

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, দিল্লীর সিংহাসনের (কেন্দ্রীয় সরকারে ক্ষমতায় যাওয়ার) লোভ নেই, আমি জনতার ভরসা চাই’।

আরকে//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি